Homeসব খবরবিনোদনআমাকে ও সাকিবকে পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা উচিত...

আমাকে ও সাকিবকে পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা উচিত : হিরো আলম

শনিবার এক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে হিরো আলম বলেন, পুলিশ কর্মকর্তা খুনের মা/মলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে খুঁজে বের করতে পুলিশকে সহযোগিতা করেছি। এ জন্য সাকিব আল হাসান ও আমাকে পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত উচিত।

হিরো আলম আরও বলেছেন, ‘খু/নের মা/মলায় অভিযুক্ত একজন আসামিকে এত দিন খুঁজে না পাওয়া বা গ্রে/প্তার করতে না পারার ব্যর্থতা পুলিশের। আমরা তাকে খুঁজে বের করতে পুলিশকে সহযোগিতা করেছি। আমরা ফেসবুকে পোস্ট না দিলে, দুবাই না গেলে আরাভ খানের আসল পরিচয় কেউ জানত না।’

শনিবার এক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন হিরো আলম। তিনি বলেন, ‘আরাভ খান দুবাইয়ে এসে স্বর্ণের দোকান খুলে ব্যবসা করছেন। এটা এত দিন অজানা ছিল। অজানাই হয়তো থাকত। কিন্তু সাকিব আল হাসান ও হিরো আলম তার স্বর্ণের দোকান উদ্বোধন করতে এসেছেন বলেই আরাভ খান সামনে চলে এসেছেন। আমাদের কারণেই তার আসল পরিচয় উন্মোচিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পলাতক আ/সামির সন্ধান পেতে সহযোগিতা করায় সাকিব আল হাসান ও হিরো আলমকে পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা উচিত। উল্টো পুলিশ জিজ্ঞাসাবাদের নামে আমাদের হয়/রানি করার ফন্দি করছে।’

আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সম্প্রতি দুবাই গেছেন দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। শুধু তিনিই নন, এই অনুষ্ঠানে গিয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। বুধবার (১৫ মার্চ) সেই স্বর্ণের দোকান উদ্বোধনীর দিনে দেশের সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়, এই আরাভ খান একজন পুলিশ কর্মকর্তাকে হ/ত্যা মাম/লার পলাতক আসামি।

এরপর বৃহস্পতিবার (১৬ মার্চ) নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, ডিবি থেকে নিষে/ধের পরও সাকিব আল হাসান ও হিরো আলম দুবাই গেছেন। তদন্তের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাদের। দুবাইয়ে ওই জুয়েলারির দোকানে কাদের বিনিয়োগ রয়েছে, সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে।

Advertisement