Homeসব খবরক্রিকেটআবারও সমালোচনা, বিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে নেই সাকিব

আবারও সমালোচনা, বিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে নেই সাকিব

অপেক্ষার পালা শেষ হচ্ছে। রাত পোহালেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। এর আগে আজ হয়ে গেল স্পন্সরশিপ ঘোষণা এবং ট্রফি উন্মোচন। কিন্তু ট্রফি উন্মোচন অনুষ্ঠানে দেখা যায়নি সাকিব আল হাসানকে। আগের দিন সমালোচনা করে যাওয়া সাকিবকে দেখা না যাওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

বরিশালের হয়ে সাকিবের জায়গায় আসেন আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। কথা সাকিব কেন আসেননি সেটি জানা যায়নি। তবে বাকি ছয় দলের অধিনায়কই দাঁড়িয়েছিলেন ট্রফির সামনে। অংশ নেন ফটোসেশনে। আগের দিন বিপিএলের আয়োজন নিয়ে কমিটিকে সমালোচনা করে ধুয়ে দেন সাকিব। ব্যবস্থাপনা ও গুণগত মান নিয়ে তোলেন প্রশ্ন। এর জবাব দিয়েছে বিসিবি। কিন্তু সাকিবকে দেখা যায়নি মাঠে।

এবারের বিপিএলে সর্বোচ্চ তিনবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নেতৃত্ব দেবেন ইমরুল কায়েস। সিলেট সিক্সার্সের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা, ইয়াসির আলি চৌধুরী খুলনা টাইগার্সের অধিনায়ক। নুরুল হাসান সোহান রংপুর রাইডার্সের, শুভাগত হোম চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ও নাসির হোসেন ঢাকা ডমিনেটরসের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন।

শুক্রবার (৬ জানুয়ারি) বিপিএলের উদ্বোধনী ম্যাচে দুপুর ২.৩০ মিনিটে মুখোমুখি হবে সিলেট সিক্সারস এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দিনের অপর ম্যাচে সন্ধ্যা ৭.১৫ মিনিটে লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্স।

Advertisement