Homeসব খবরক্রিকেটআবারও নো বল কাণ্ড, দ্বন্দ্বে জড়ালেন সাকিব-কোহলি

আবারও নো বল কাণ্ড, দ্বন্দ্বে জড়ালেন সাকিব-কোহলি

এবারের বিশ্বকাপেও আলোচিত হলো ভারত-বাংলাদেশ ম্যাচ। মূলত, একটি নো বলকে কেন্দ্র করে মাঠে কোহলি-সাকিবের দ্বন্দ্ব সকলের নজরে পড়ে। ভারত-বাংলাদেশ ক্রিকেট ম্যাচ মানেই বাড়তি উ’ত্তেজনা। মাঠের খেলার পাশাপাশি বাইরের নানা কারণেও বেশ আলোচনায় থাকে ভারত-বাংলাদেশ ম্যাচ।

মূল ঘটনা ঘটে ইনিংসের ১৬তম ওভারে। সে ওভারে বাংলাদেশের হয়ে বল করছিলেন পেসার হাসান মাহমুদ। ১৬তম ওভারের শেষ বলে হাসান মাহমুদ শর্ট বল করেন যেটি কোহলির মাথার উপর দিয়ে যায়। একই ওভারে এর আগেও শর্ট বল করেছিলেন হাসান। ফলে, দ্বিতীয় শর্ট বলে পুল হাঁকিয়েই লেগ আম্পায়ারের দিকে নো বল দেখানোর ইশারা করতে থাকেন কোহলি। কোহলির সেই ইশারার পর আম্পায়ার ইরাসমাসও সেটি নো বল কল দেন। আর এতেই উত্তেজিত হয়ে যান সাকিব।

আম্পায়ারের কাছে দৌড়ে এসে তীব্র প্রতিবাদ জানাতে দেখা যায় সাকিবকে। কোহলি কেন নো বলের ইশারা দিয়েছে এ নিয়েই কোহলির সঙ্গে দ্বন্দ্ব হয় সাকিবের। কোহলিকে জড়িয়ে আম্পায়ারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতেও দেখা যায় সাকিবকে। ওই মুহূর্তে ম্যাচে সাময়িক উত্তেজনা তৈরি হলেও দ্রুতই তা ঠিক হয়ে যায়। কিছুক্ষণ পর কোহলির সঙ্গে হেসেই আবারও ফিল্ডিংয়ে মনোযোগ দেন সাকিব।

উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও কোহলি একই ঘটনার জন্ম দেন। একেবারে ইনিংসের শেষ ওভারে মোহাম্মদ নওয়াজের ফুলটস বলে ছয় মারেন। এরপর আম্পায়ারের দিকে নো বলের ইশারা করলে পরে এই ইরাসমাসই কোহলির ইশারায় বলটিকে নো বল ডাকেন। যেটি নিয়ে বেশ সমালোচনার সৃষ্টি হয়।

Advertisement