Homeসব খবরআন্তর্জাতিকআন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। গত ১ মাসের মধ্যে যা প্রায় সর্বনিম্ন। যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ধীর রয়েছে। তা সত্ত্বেও সুদের হার বাড়ানোর আভাস দিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) নীতি-নির্ধারকরা। এতে মূল্যবান ধাতুটির মূল্য হ্রাস পেয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, বুধবার (৩১ আগস্ট) প্রতি আউন্স স্পট গোল্ড বিক্রি হয়েছে ১,৭২৩ ডলার ২৮ সেন্টে। গত ১ মাসের মধ্যে যা প্রায় সর্বনিম্ন। এর আগে গত সোমবার দামি ধাতুটির দাম ১ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে যায়। সবমিলিয়ে চলতি মাসে এ স্বর্ণ দর হারিয়েছে ২ দশমিক ৫ শতাংশ।

ইউএস গোল্ড ফিউচার্সের মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি আউন্স বিক্রি হয়েছে ১,৭৩৪ ডলার ৪০ সেন্টে। নিউইয়র্ক ভিত্তিক ফেডের প্রভাবশালী প্রধান মঙ্গলবার (৩০ আগস্ট) বলেন, সম্ভবত মার্কিন কেন্দ্রীয় ব্যাংককে পলিসি হার ৩ দশমিক ৫ শতাংশের কিছুটা উপরে রাখতে হবে। ২০২৩ সালের শেষ পর্যন্ত তা অব্যাহত রাখতে হতে পারে।

এরপর থেকে প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলারের দাম বাড়তেই আছে। ফলে স্বর্ণের মান কমছে।

Advertisement