Homeসব খবরজেলার খবরআন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে লড়ছেন সিলেটের জামিল

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে লড়ছেন সিলেটের জামিল

আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের দেড় শতাধিক দেশের প্রতিযোগীদের সাথে প্রতিযোগীতা করবেন সিলেটের কৃতি সন্তান হাফিজ জামিল। আগামী রমজান মাসে বিশ্বের বৃহত্তম এ কোরআন প্রতিযোগিতা দুবাই-এ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩১ মার্চ) দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে বাছাই পরীক্ষায় তিনি নির্বাচিত হন।

সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার দববস্থ সেনগ্রামের মাওলানা জহীর উদ্দিনের বড় ছেলে হাফিজ জামিল আহমদ পরিবারের সাথে সংযুক্ত আরব আমিরাতের আল-আইন শহরে বসবাস করছেন। সেখানকার একটি সরকারী বিদ্যালয়ে তিনি অধ্যয়নরত আছেন।

সাধারণত পৃথিবীর প্রত্যেক দেশ নিজ দেশে প্রতিযোগীতার মাধ্যমে একজনকে বাছাই করে সে প্রতিযোগিতায় প্রেরণ করে থাকে কিন্তু করোনার কারণে এবার সেখানকার দূতাবাসের মাধ্যমে এটি করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে প্রবাসী কম্যুউনিটি নেতা হাফিজ আব্দুল্লাহ বলেন, সিলেটের হাফিজ জামিল নির্বাচিত হওয়ায় আমরা খুবই খুশি। আগেও একাধিকবার সিলেটসহ বাংলাদেশের প্রতিযোগীরা প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন।

Advertisement