Homeসব খবরজাতীয়আদালতে মামুনুল হক, চাওয়া হবে ফের রিমান্ড

আদালতে মামুনুল হক, চাওয়া হবে ফের রিমান্ড

সোমবার (২৬ এপ্রিল) সকাল ১১টার দিকে সাত দিনের রিমান্ড শেষে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হককে আদালতে হাজির করা হয়েছে। মামলার তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।

জানা গেছে, মতিঝিল ও পল্টন থানার পৃথক দুই মামলায় তার ১০ দিন করে রিমান্ড চাইবে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা। এর মধ্যে ২৬ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সহিংসতার ঘটনায় গত ৫ এপ্রিল হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ১৭ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

মামলায় ২ হাজার ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ওই মামলায় ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ। একইসংগে ২০১৩ সালের মতিঝিল থানার শাপলা চত্বরের নাশকতা মামলায় মাওলানা মামুনুল হকের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ।

Advertisement