Homeসব খবরজাতীয়আজ খুলছে দোকান-শপিংমল, স্বাস্থ্যবিধি কতটা মানবে মানুষ?

আজ খুলছে দোকান-শপিংমল, স্বাস্থ্যবিধি কতটা মানবে মানুষ?

আজ রোববার (২৫ এপ্রিল) থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল খুলছে। সরকারের নির্দেশনা অনুযায়ী, আজ থেকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা রাখা যাবে। এরই মধ্যে দোকান ও শপিংমল খুলতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন মালিকরা। প্রথম দিনে স্বাস্থ্যবিধি নিয়ে কিছুটা সংশয় থাকলেও আগামীকাল সোমবার (২৬ এপ্রিল) থেকে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমলে ক্রয়-বিক্রয় চলবে বলে আশা করছেন মালিক সমিতির নেতারা।

কতটা স্বাস্থ্যবিধি মানবে মানুষ: এবছরের লকডাউনে মানুষের আচরনের ভিন্ন চিত্র দেখা গেছে। বেশিরভাগ মানুষই লকডাউনকে উপেক্ষা করে বের হওয়ার চেষ্টা করেছে ঘর থেকে নানা অজুহাতে। স্বাস্থ্য সচেতনার অনেক ঘাটতি দেখা গেছে। তাই আশংকা করা হচ্ছে শপিংমল গুলিতে মানুষ কতটা স্বাস্থ্যবিধি মানবে?

এর আগে শুক্রবার (২৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) বিস্তার রোধে শর্তসাপেক্ষে সার্বিক কার্যাবলি/চলাচলে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের আগের নির্দেশনার ধারাবাহিকতায় ব্যাপকসংখ্যক মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে নতুন এই নির্দেশনা জারি করা হয়েছে।

Advertisement