Homeসব খবরবিনোদনআজীবন সম্মাননা পেলেও খুশি নন ইলিয়াস কাঞ্চন

আজীবন সম্মাননা পেলেও খুশি নন ইলিয়াস কাঞ্চন

চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদান রাখায় ২০২১ সালের নির্বাচিত সিনেমা থেকে এ বছর ২৭ ক্যাটাগরিতে ৩৪টি পুরস্কার দেয়া হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ সালের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

চলচ্চিত্রে উল্লেখযোগ্য অবদান রাখায় যৌথভাবে এবার আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেত্রী ডলি জহুর ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তবে যৌথভাবে এই সম্মাননা প্রাপ্তিতে খুব বেশি খুশি নন অভিনেতা। এ প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন একটি গণমাধ্যমকে বলেন, ‘রাষ্ট্র আমাকে সম্মাননা দিয়েছে, এটি অবশ্যই আনন্দের। তবে আজীবন সম্মাননা পেলে একজন শিল্পী যতটুকু খুশি হতে পারেন, আমি ততটুকু হতে পারিনি।’

তার ভাষ্যমতে, ‘বিগত কয়েক বছর ধরে যৌথভাবে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে। এমন গুরুত্বপূর্ণ একটি পুরস্কার যৌথভাবে দেওয়ার যৌক্তিকতা খুঁজে পাই না।’

তিনি যোগ করেন, ‘আমি ভাবছি, কয়েক বছর পর কাকে আজীবন সম্মাননা দেবে? যৌথভাবে দিতে থাকলে তো পরে শিল্পী পাওয়া কঠিন হয়ে যাবে। তাই যারা উপযুক্ত, তাদের একজন করেই আজীবন সম্মাননা দেওয়া হোক।’

অভিনেতা আরও বলেন, ‘এবার ডলি জহুরকে আজীবন সম্মাননা দিয়ে আমাকে না হয় পরেরবার দিত। তাহলে বিষয়টি আরও ভালো লাগত। যৌথভাবে সম্মাননা দেওয়ার বিষয়টি আমাকে তেমন আনন্দ দিতে পারেনি।’

Advertisement