Homeসব খবরক্রিকেটআগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য...

আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আগামীকাল ২৩ মে থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বনাম শ্রীলংকার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বিশ্বকাপ সুপার লিগের সিরিজ হওয়ার কারণে এই সিরিজটি দুই দলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন পর সেরা দল দিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ইতিমধ্যেই শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

দলে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব আল হাসান দলে ফেরায় ওয়ানডে দলে আসছে অনেকগুলি পরিবর্তন। আসুন জেনে নেই কেমন হতে পারে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচের সেরা একাদশ। সাকিব-আল-হাসান দলে ফেরার কারণে তিনজন ফাস্ট বোলার নিয়ে একাদশ সাজাতে পারে বাংলাদেশ। অন্যদিকে একাদশে দেখা যেতে পারে তরুণ ক্রিকেটার আফিফ হোসেনকে। বাদ পড়তে পারেন সৌম্য সরকার।

অধিনায়ক তামিম ইকবালের সাথে ওপেনিংয়ে জুটি বাঁধবেন লিটন কুমার দাস। এদিকে তিন নম্বর ব্যাটিং পজিশনে আবারও ফিরছেন সাকিব আল হাসান। তবে চার নম্বর ব্যাটিং পজিশনে থাকছেন মুশফিকুর রহিম। তবে ৫ নম্বর ব্যাটিং পজিশনে আসতে পারে পরিবর্তন।

মোহাম্মদ মিঠুন অথবা আফিফ হোসেনে মধ্যে যেকোনো একজনকে দেখা যেতে পারে সেরা একাদশে। মিডল অর্ডারে মাহমুদুল্লাহ রিয়াদের সাথে একাদশে দেখা যেতে পারে মেহেদী হাসানকে। স্পিনার হিসেবে একাদশে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৩ ফাস্ট বোলার মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদকে দেখা যেতে পারে একাদশে।

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন / আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

Advertisement