Homeসব খবরক্রিকেটআগামীকাল বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি, জয় চায় টাইগাররা

আগামীকাল বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি, জয় চায় টাইগাররা

দুবাই স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। দর্শকরা বিনা টিকেটে গ্যালারিতে বসে দেখতে পারবেন এই সিরিজ। বিশ্বকাপ প্রস্তুতি হিসেবে আগামীকাল আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ। এই সিরিজেই ক্রিকেটারদের কাছ থেকে ইমপ্যাক্ট পারফরম্যান্স দেখতে চান কোচ শ্রীধরণ শ্রীরাম।

সেপ্টেম্বরের শুরুতে দুবাই স্টেডিয়ামে শেষবার ম্যাচ খেলেছিলো বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছিলো টাইগাররা। তিন সপ্তাহেরও বেশি সময় পর আবারো একই জায়গায় সোহান-আফিফরা তবে এবার লক্ষ্যটা ভিন্ন।

হারের বৃত্তে থাকা টাইগারদের আত্মবিশ্বাস তলানীতে। বিশ্বকাপের আগে যা ফিরিয়ে আনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাগজে কলমে দুর্বল আরব আমিরাতের বিপক্ষে সিরিজ সে সুযোগটাই দিচ্ছে বাংলাদেশকে। একই সঙ্গে টিম কম্বিনেশন আর ব্যাটিং অর্ডার নিয়েও কাজ করতে পারবে টাইগাররা।

মাত্র দুইদিন স্কিল ট্রেনিং করেই ম্যাচ খেলতে নামতে হচ্ছে নুরুল হাসানদের। তবে অনুশীলনেও ইমপ্যাক্ট পলিসি প্রয়োগ করছেন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম। বিশেষ করে বোলারদের নিয়ে। অ্যালান ডোনাল্ড ছুটিতে তাই পেসারদের নিয়ে কাজ করেছেন এ ভারতীয় মাস্টারমাইন্ড। বিশেষ করে ডেথ ওভারের বোলিং নিয়ে বাড়তি মনোযোগী শ্রীরাম।

বিশ্বকাপ স্কোয়াডের সবাই আছেন, আছেন স্ট্যান্ডবাইয়ের তালিকায় থাকা সৌম্য, শরিফুল আর রিশাদও। শুধু নেই সাকিব আল হাসান। বরাবরের মতো তাকে এবারও মিস করবে পুরো দল। টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, সাকিব থাকলে পূর্ণাঙ্গ রূপ পেতো টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি।

তবে সাম্প্রতিক সময়ে বিতর্ক কেনো যেন পিছু ছাড়ছে না ক্রিকেট আর ক্রিকেট বোর্ডের। আরব আমিরাতের বিপক্ষে সিরিজেও তার দেখা মিলেছে। দুই দেশের এ লড়াইয়ের টাইটেল স্পন্সর হয়েছে বেটিং সাইট স্কাইএক্স।

Advertisement