Homeসব খবরক্রিকেটআগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে দর্শক ফেরানোর পরিকল্পনা...

আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে দর্শক ফেরানোর পরিকল্পনা করছে বিসিবি

আগামী অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে দর্শক ফেরানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী আগস্ট ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে সফরে আসছে অস্ট্রেলিয়া।

আর এমনিতেও ক্রিকেট পাগল জাতি হিসেবে সারা বিশ্বেই সুনাম রয়েছে বাংলাদেশের। বাংলাদেশের খেলা মানেই বাঁধভাঙ্গা উল্লাস। আর সেই খেলা যদি হয় দেশের মাটিতে তাহলে স্টেডিয়ামের ম্যাচের টিকিট যেন সোনার ‘হরিণ’। টিকিট নেওয়ার জন্য ম্যাচ শুরু হওয়ার এক দিন আগে থেকেই শুরু হয় দীর্ঘ লাইন।

কিন্তু বর্তমান করোনাভাইরাস পাল্টে দিয়েছে সব কিছুই। গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর বাংলাদেশের ম্যাচে দেখা যায়নি দর্শকদের। তবে দর্শকদের এবার সুখবর দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই গতকাল দর্শক ভর্তি গ্যালারিতে শুরু হয়েছে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ।

তাই এই সিরিজের স্বল্প পরিসরে দর্শক গ্যালারিতে প্রবেশের অনুমতি দেয়ার পরিকল্পনা ক্রিকেট বোর্ডের। কিন্তু, ব্যাপারটি নির্ভর করছে দেশের কোভিড পরিস্থিতির উন্নতির ওপর। বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘মনে প্রাণে চাই দর্শকরা মাঠে আসুক। কারণ দর্শকরা মাঠে থাকলেই খেলার আগ্রহটা অনেক বেড়ে যায়। তাই কোভিডের পরিস্থিতি যদি উন্নতি হয়, তবে দর্শকদের মাঠে আনতে চেষ্টা করবো।’

Advertisement