Homeসব খবরআন্তর্জাতিকআকরিক লোহার দর নিম্নমুখী

আকরিক লোহার দর নিম্নমুখী

চীনের ইস্পাত বেঞ্চমার্কের দরপতন ঘটেছে। সেই সঙ্গে দালিয়ান ও সিঙ্গাপুর আকরিক লোহার সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে। বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে সংকট সৃষ্টির আশঙ্কায় এ নিম্নমুখিতা তৈরি হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদক চীন। আবারও চলতি বছর বার্ষিক অপরিশোধিত ধাতুটির উৎপাদন কমানোর পরিকল্পনার কথা জানিয়েছে দেশটি। লৌহ আকরিকের দর হ্রাসের এটিও অন্যতম কারণ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী মে মাসের আকরিক লোহার দাম কমেছে ৩ শতাংশ। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৯০০ দশমিক ৫০ ইউয়ান বা ১৩০ ডলার ৩১ সেন্টে। গত ৯ মার্চের পর যা সর্বনিম্ন।

একইদিনে সিঙ্গাপুর এক্সচেঞ্জ বেঞ্চমার্কের লৌহ আকরিকের আগামী এপ্রিলের দাম পড়েছে ৩ দশমিক ২ শতাংশ। টনপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১২৭ ডলার ৯৫ সেন্টে। ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে সিনোস্টিল ফিউচার্সের বিশ্লেষকরা বলেন, বৈশ্বিক সামষ্টিক অর্থনৈতিক অস্থিরতা তীব্র হয়েছে। ফলে কঠিন ধাতুটির দাম কমেছে।

Advertisement