Homeসব খবরক্রিকেটঅস্ট্রেলিয়ার আগেই আসবে নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়ার আগেই আসবে নিউজিল্যান্ড

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। অক্টোবরের শুরুর দিকে অজিদের আসার কথা রয়েছে। তবে নিউজিল্যান্ড আসবে তার আগেই। আইসিসি’র ভবিষ্যত ট্যুর পরিকল্পনা (এফটিপি) অনুযায়ী অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যখন বাংলাদেশে অবস্থান করবে কাছাকাছি সময়ে তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে ইংল্যান্ডেরও বাংলাদেশ সফরের কথা রয়েছে।

ফলে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের অংশগ্রহণে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের কথা শোনা যাচ্ছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন বললেন, ত্রিদেশীয় সিরিজ নিয়ে তারা এখনই আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে চান না।

তিনি আরো চৌধুরী বলেন, ‘আপাতত এটাই নিশ্চিত যে অস্ট্রেলিয়া আসছে ,ইংল্যান্ডের সফর তো এফটিপিতেই আছে। ত্রিদেশীয় সিরিজ নিয়ে এখনই আমরা কিছু বলতে চাই না। কারণ সব পক্ষের একমত হওয়ার ব্যাপার আছে। সময় আরও কাছাকাছি এগিয়ে এলে অনেক কিছু পরিস্কার হবে। এখই মন্তব্য করার সময় হয়নি। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের আগে নিউজিল্যান্ডও আসবে টি-টোয়েন্টি খেলতে।’

Advertisement