Homeসব খবরবিনোদনঅসফল কিছু মানুষ ব্যাচেলর পয়েন্ট টিমের পেছনে লেগেছে :...

অসফল কিছু মানুষ ব্যাচেলর পয়েন্ট টিমের পেছনে লেগেছে : শখ

সম্প্রতি ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের কিছু সংলাপকে ঘিরে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে। আর সে কারণে নাটকটির কিছু পর্ব সরিয়েও নেওয়া হয়েয়ে। বর্তমান সময়ের আলোচিত ধারাবাহিকের নাম ‘ব্যাচেলর পয়েন্ট’। কাজল আরেফিন অমির এই নাটকটি যেমন দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে তেমনি কিছু কারণে সমালোচনার শিকারও হয়েছে।

এ বিষয়ে নির্মাতা কাজল আরেফিন অমি বলেছেন, ‘ব্যাচেলর পয়েন্ট কোন বয়সের দর্শকরা দেখবেন, তা শুরুতেই ডিসক্লেইমার দেওয়া থাকে। বলা থাকে, এটি অ্যাডাল্ট কনটেন্ট এবং গল্পের প্রয়োজনে কিছু কিছু জায়গায় আপত্তিকর শব্দ ব্যবহার হবে। যদি কেউ অল্পতে বিব্রত হয়ে থাকেন, তাহলে দেখা থেকে বিরত থাকুন। এর পরও যদি কেউ তার পরিবার ও বাচ্চাদের নিয়ে নাটকটি দেখেন, তাহলে তার নিজের দায়িত্বে দেখবেন। ’

এই নাটকের দর্শকদের প্রতি শ্রদ্ধা রেখে বিপটোন ব্যবহার করে নতুন করে বিতর্কিত অংশ প্রকাশ করবেন। এর আগে যদিও বিতর্কিত কয়েকটি পর্ব ইউটিউব থেকে সরিয়ে ফেলে ধ্রুব টিভি। এ জন্য দুঃখও প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ‘ব্যাচেলর পয়েন্ট’ যখন থেকে জনপ্রিয় হয়েছে তখন থেকেই গুটিকতক মানুষ এর পেছনে লেগেছে বলে জানান অমি। তবে সেসব নিয়ে মাথাও ঘামাতে চান না তিনি। এই নাটক তিনি শিক্ষা দেওয়ার জন্য নয়, নিছক বিনোদনের জন্যই বানাচ্ছেন।

অমির কথার সঙ্গে একই সুরে কথা বললেন আনিকা কবির শখ। তিনিও বলছেন, “কিছু মানুষ কাজল আরেফিন অমিসহ ‘ব্যাচেলর পয়েন্ট’ টিমের পেছনে লাগছে। ” মঙ্গলবার অভিনেত্রী তাসনুভা এলভিন ‘ব্যাচেলর পয়েন্ট’কে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। যেখানে তিনি লিখেছেন, ‘খুব খারাপ লাগে এমনটা ভাবতে যে আমরা আসলে এমন জাতি কেনো? এতো জেলাস কেনো আমরা? মানে, একটা মানুষের সামনে এগিয়ে যাওয়া দেখলেই আমাদের যত ঝামেলা শুরু হয়ে যায়। তখন আমরা উঠে পড়ে লেগে যাই ওই মানুষটাকে টেনে-হিঁচড়ে নিচে নামানোর জন্য। আর তখনই ওই মানুষটার দোষ খোঁজা শুরু হয়ে যায় আমাদের। ’

প্রশ্ন রেখে এলভিন বলেন, ‘কেনো রে ভাই, এমন চিন্তাভাবনা কেনো আপনাদের? একটা মানুষ ভালো কিছু করলে তার পিছে লাগতেই হবে আপনাদের? শান্তি মতন ফিকশনটাও বানাতে দিবেন না আপনারা। ভাই রে ভাই, এটা তো স্রেফ একটা নাটক, যেটা আমাদের বিনোদনের জন্য বানানো হয়েছে… এখন আমরা এটার মধ্যেও দোষ খোঁজা শুরু করে দিয়েছি। বাঙালির এতো অবসর?’

এলভিনের কথার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন আনিকা কবির শখ। পোস্টের মন্তব্য বাক্সে শখ বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট অনেক জোস। যার কারণে কিছু মানুষ কাজল আরেফিন অমি ভাইয়াসহ পুরো টিমের পেছনে লাগছে। আসলে যাদের কাজ থাকে না তাদের মানুষের সাকসেস দেখলে পা* জ্বলে যায়। ’

Advertisement