Homeসব খবরক্রিকেটঅবশ্যই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন : মোহাম্মদ হাফিজ

অবশ্যই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন : মোহাম্মদ হাফিজ

এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের স্কোয়াডে রাখা হয়নি মোহাম্মদ হাফিজকে। কারণ হিসেবে আবুধাবি টি-১০ লিগে তার ব্যস্ততার কথা বলা হয়েছে। তবে পাকিস্তান দলের নির্বাচকদের এক কাজে বেশ অবাক হয়েছেন হাফিজ। তাছাড়া পিসিবির সাথে যে তার যোগাযোগ নেই সেটাও প্রমাণ করেছে এই ঘটনা। আবুধাবি টি-১০ লিগে মারাঠা অ্যারাবিয়ান্সের পক্ষে খেলছেন হাফিজ। সংক্ষিপ্ত সংস্করণের এই টুর্নামেন্টে ব্যাট হাতে ছন্দে আছেন তিনি। জাতীয় দলের পক্ষে সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজেও ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন তিনি।

২০২০ সালে পাকিস্তানের পক্ষে টি-২০ ক্রিকেটে সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান ছিলেন হাফিজ। কিন্তু তার সাথে যোগাযোগ না করেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্কোয়াড নির্ধারণ করে ফেলেছে পাকিস্তান। স্কোয়াড ঘোষণার পরে সেখানে নিজেকে না দেখে বেশ অবাক হয়েছে হাফিজ। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে স্কোয়াডের একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘অবশ্যই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন’। হাফিজ এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে সংবাদমাধ্যমে জানিয়েছেন, তার কাছে দেশই সবার আগে এবং পাকিস্তানের পক্ষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত ছিলেন। আগামী ৩ ফেব্রুয়ারি টি-১০ ছেড়ে তার দেশে ফেরারও পরিকল্পনা ছিল এই সিরিজের জন্য। কিন্তু পিসিবির সাথে কোনো যোগাযোগ না হওয়ায় তার জন্য কাল হয়ে দাঁড়াল।

বারব আজমকে অধিনায়ক করে ঘোষণা করা হয়েছে পাকিস্তানের স্কোয়াড। বাবরের চোটের কারণে আগের সিরিজে অধিনায়কত্ব করা শাদাব খান এই সিরিজে চোটে পড়েছেন। এই সিরিজের স্কোয়াডে আরও নেই ইমাদ ওয়াসিম, ওয়াহাব রিয়াজ, ফখর জামান। পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১১ ফেব্রুয়ারি। পরের দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচই লাহোরে হবে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান স্কোয়াড: বাবর আজম-(অধিনায়ক), আমির ইয়ামিন, আসিফ আলি, দানিশ আজিজ, ফাহিম আশরাফ, হায়দার আলি, হারিস রউফ, হাসান আলি, হোসেন তালাত, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ্‌, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, শাহীন আফ্রিদি, উসমান কাদির, জাফর গোহার, জাহিদ মাহমুদ।

Advertisement