Homeসব খবরক্রিকেটঅজুহাত খুঁজলে বড় হওয়া যায় না : হার্শা ভোগলে

অজুহাত খুঁজলে বড় হওয়া যায় না : হার্শা ভোগলে

ভেজা মাঠে তাড়াহুড়ো করে আম্পায়ারদের খেলা শুরু করা কিংবা বিরাট কোহলির ফেক ফিল্ডিং আম্পায়ারের চোখ এড়িয়ে যাওয়া; মাত্র ৫ রানে হেরে যাওয়া এ ম্যাচে বিষয়গুলো বেশ বড় হয়ে চোখে পড়ছে। ‘ফেক ফিল্ডিং’ নিয়ে টাইগার দলের সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথাও বলেন। তবে পাল্টা প্রতিক্রিয়ায় বেশ কড়া মন্তব্যই করেছেন ভারতের ধারাভাষ্যকার হার্শা ভোগলে। বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে বিতর্ক যেন থামছেই না।

ভিডিও ফুটেজে দেখা যায়, বাংলাদেশের লিটন দাস ও নাজমুল হোসেন যখন রানের জন্য দৌড়াচ্ছিলেন, বল হাতে না থাকলেও ফিল্ডিংয়ের ভান করেছিলেন বিরাট কোহলি। ‘ফেক ফিল্ডিং’ অনুসারে যা ৫ রান জরিমানাযোগ্য। শেষ পর্যন্ত বাংলাদেশ দল ম্যাচও হেরেছে ওই ৫ রানেই।

ভিডিওতে স্পষ্ট কোহলি ফেক ফিল্ডিং করেছেন, কিন্তু ভোগলের মতে কেউ না দেখায় এর কার্যকারিতা নেই। তিনি বলেন, সত্যটা হচ্ছে ফেক ফিল্ডিংটা কেউ দেখেনি। আম্পায়াররা দেখেনি, ব্যাটসম্যানরা দেখেনি, আমরাও দেখিনি। আইনের ৪১.৫ ধারায় ফেক ফিল্ডিংয়ে জরিমানার বিধান আছে (আম্পায়ারের কাছে এটি বোধগম্য হতে হবে)। কিন্তু কেউই তো ঘটনাটা দেখেনি। তাহলে কার কী করার আছে?

জানা গেছে, মাঠ ভেজা থাকার কারণে খেলা শুরু করার পক্ষে ছিলেন না টাইগার অধিনায়ক। দলের একটি সূত্র জানায়, মাঠ তখনো খেলার উপযোগী ছিলো না। সাকিব আম্পায়ারদের সেটাই বোঝাতে চেয়েছেন। ওই সময় আবার মাঠে নামতে রাজি ছিলেন না তিনি।

হার্শা তার টুইটে এ বিষয়টিই টেনে এনেছেন। বলেন, আমার মনে হয় না ভেজা মাঠ নিয়ে কেউ অভিযোগ জানাতে পারে। সাকিব ঠিকই বলেছে যে এ ধরনের ঘটনা ব্যাটিং দলের পক্ষে যায়। যতোক্ষণ না অসম্ভব হয়ে ওঠে, ততোক্ষণ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়াটা আম্পায়ার ও কিউরেটরদের দায়িত্ব। আর সেই দায়িত্বটা তারা ভালোভাবেই সামাল দিয়েছে। যে কারণে কম সময় নষ্ট হয়েছে।

‘ফেক ফিল্ডিং’ ও ভেজা মাঠ নিয়ে নিজের পর্যবেক্ষণ ও মত তুলে ধরার পর এ নিয়ে প্রশ্ন তোলা ব্যক্তিদের খোঁচাই মেরেছেন হার্শা। তিনি বলেন, সুতরাং আমার বাংলাদেশের বন্ধুদের বলবো, লক্ষ্যে পৌঁছাতে না পারার দায় ফেক ফিল্ডিং বা ভেজা কন্ডিশনকে দেবেন না। যদি একজন ব্যাটসম্যানও শেষপর্যন্ত টিকে থাকতে পারতো, ম্যাচটা বাংলাদেশ জিততো। আমরা সবাই এর জন্য দায়ী … অজুহাত খুঁজলে বড় হওয়া যায় না।

Advertisement