Homeসব খবরবিনোদন২৫ বছর আগের স্মৃতিতে নায়ক সিয়াম

২৫ বছর আগের স্মৃতিতে নায়ক সিয়াম

গত রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করেছেন সিয়াম। সেখানে দুটি ছবি একসঙ্গে কোলাজ করেছেন তিনি। যার একটি ২৫ বছর আগের, অন্যটি ২০ বছর পরের। হালের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। ক্যারিয়ারে স্বর্ণালি সময় পার করছেন তিনি। মানুষের বর্তমান যতই আলোকিত হোক না কেন, ছোটবেলার স্মৃতি মনে পড়লে সকলেই নস্টালজিয়া হয়ে পড়েন।

ছবিটি পোস্ট করে নায়ক লিখেছেন, ২৫ বছর পর ভাইদের নিয়ে ছবিটা রিক্রিয়েট করলাম! ওপরের ছবিটা ৯৭ থেকে ৯৮ সালের, আর নিচেরটা আজকের। দুই পাশে আমার দুই ভাই নাঈম আর জোহা। একজন চাচাতো ভাই ও একজন ফুফাতো ভাই।

ছোটবেলার স্মৃতিচারণ করে সিয়াম জানান, ছোটবেলায় আমরা কাজিনরা মিলে একসাথে ঈদ করতাম। তখনও দাদু বেঁচে ছিলেন। তাই প্রতি বছর একটা ঈদে হলেও আমরা বাড়িতে আসতাম, পিরোজপুরে। শেকড়ের টান তখন বুঝতাম না, এখন বুঝি। এখন মনে পড়ে সে সময়গুলোর কথা। তখন আমরা দলবেঁধে একসাথে পিকনিক করতাম। খিচুড়ি রান্না করে কলাপাতায় খেতাম। আর এখন যখন আমরা এসেছি, তখন সবাই নিজের বাচ্চাদের নিয়ে এসেছি। তাদের দুষ্টুমি, হাসিকান্নায় মেতে আছে পুরো বাড়ি।

সিয়াম আরও বলেন, আজ যখন ঢাকায় চলে আসার পালা তখন খেয়াল হল, কেমন হয় ২৫ বছর আগের এই ছবিটা রিক্রিয়েট করলে! তাই ভাইদের ডেকে একইভাবে ছবি তুলে ফেললাম। একটা স্মৃতি ধরে রাখলাম হাজারো স্মৃতির ডায়েরিতে।

Advertisement