খুশির হাওয়ায় উড়ছেন টালিগঞ্জের সুপারস্টার জিৎ! স্ত্রী মোহনার দেওয়া পুজোর উপহারে তিনি আনন্দে আত্মহারা। আজ, সোমবারই আবার বাবা হলেন জিৎ। ১৬ অক্টোবর স্ত্রী মোহনা জন্ম দিলেন ফুটফুটে এক পুত্রসন্তানের। মেয়ে নভন্যা হওয়ার ১১ বছর পর ফের বাবা-মা হলেন জিৎ-মোহনা। সোশ্যাল মিডিয়ায় সেই সুখবর ভাগ করে নিলেন অভিনেতা। লিখলেন, ‘‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পুত্রসন্তানেক স্বাগত জানালাম এই সুন্দর পৃথিবীতে। আমাদের জন্য প্রার্থনা করবেন।” বলা বাহুল্য, শুভেচ্ছাবার্তার বন্যা বইছে সমাজমাধ্যমে।
দিন কয়েক আগেই পরিবারে নতুন অতিথি আসার কথা ঘোষণা করেন অভিনেতা জিৎ। সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, পরিবারের সদস্য বাড়তে চলেছে। আসতে চলেছে আমাদের দ্বিতীয় সন্তান। সকলের আশীর্বাদ কাম্য।” সমুদ্র-সবুজ রঙের পোশাকে ‘ম্যাটারনিটি শ্যুট’ করেন মোহনা। এক ফ্রেমেই ধরা পড়েন জিৎ, মোহনা ও নবন্যা। সাদা শার্ট-এ মোহনার ‘ম্যাটারনিটি শ্যুট’-এর ছবিও ভাইরাল হয় সমাজমাধ্যমে।
কিছুদিন আগেই টলিউডের আরেক সেলেব-দম্পতি গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা পুত্র সন্তানের মা-বাবা হয়েছেন। এ বার সেই তালিকায় নাম জুড়ল মোহনা-জিতের। অন্য দিকে, ডিসেম্বর মাসেই রাজ-শুভশ্রীর ঘরে আসবে নতুন অতিথি। কাজেই জায়গাতেও এখন বেশ ব্যস্ত জিৎ। ২৪ নভেম্বর মুক্তি পাওয়ার কথা তাঁর নতুন ছবি ‘মানুষ’-এর।