Homeসব খবরজেলার খবরহেলিকপ্টারে নববধূকে এনে মা-বাবার স্বপ্নপূরণ

হেলিকপ্টারে নববধূকে এনে মা-বাবার স্বপ্নপূরণ

হেলিকপ্টারে করে নববধূকে গ্রামের বাড়িতে এনে মা-বাবার স্বপ্নপূরণ করলেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার স্বপ্ন সামিউল্লাহ। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে হেলিকাপ্টারে নববধূ মুমতারিন নাজনীন সুইটিকে নিয়ে নেকমরদ আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে নামেন তিনি।

সিঙ্গাপুর প্রবাসী স্বপ্ন সামিউল্লাহ পেশায় মেরিন ইঞ্জিনিয়ার। হেলিকপ্টারে করে গ্রামে পৌঁছালে স্থানীয় বাসিন্দারা নবদম্পতিকে অভিবাদন জানায়। নববধূকে বরণ করে নেয় পরিবারের লোকজন। তাদের একনজর দেখতে কয়েক হাজার মানুষ স্থানীয় স্কুল মাঠে ভীড় করেন। অবশ্য গ্রামের বাড়িতে আত্মীয়-স্বজনের সাথে সাক্ষাৎ শেষে সন্ধ্যার কিছুক্ষণ আগে পুনরায় ঢাকায় ফিরে যান সামিউল্লাহ দম্পতি।

মেরিন ইঞ্জিনিয়ার স্বপ্ন সামিউল্লাহ নেকমরদ ইউনিয়নের ভবান্দপুর গ্রামের শরিফ হাসানের ছেলে। তিনি সিঙ্গাপুরের ইর্স্টান ফেসিবিক শিপিং লিমিটেড কোম্পানিতে কর্মরত। আর নববধূ মুমতারিন নাজনীন সুইটি ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের শেষ পর্বের ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, শরিফ হাসানের চার সন্তানের মধ্যে তৃতীয় সামিউল্লাহ। দরিদ্র বাবা শরিফ হাসান অনেক কষ্টে লেখাপড়া শিখিয়ে ছেলেকে প্রতিষ্ঠিত করেন। সামিউল্লাহ সিঙ্গাপুরে থাকায় মোবাইলফোনের মাধ্যমে কিছুদিন আগে পাবনার মেয়ে মুমতারিন নাজনীন সুইটির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

সামিউল্লাহর বাবা শরিফ হাসান বলেন, অনেক কষ্টে ছেলেকে প্রতিষ্ঠিত করেছি। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল ছেলেকে বিয়ে করিয়ে হেলিকপ্টারে করে বাড়িতে বউ নিয়ে আসব। সেই স্বপ্ন আজ পুরণ হলো।

সূত্র: ইনডিপেনডেন্ট।

Advertisement