Homeসব খবরবিনোদনসাকিব আল হাসানের বায়োপিকে শাকিবকে চান অপু বিশ্বাস

সাকিব আল হাসানের বায়োপিকে শাকিবকে চান অপু বিশ্বাস

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে গিয়ে সেখানে সিনেমা ও ক্রিকেট নিয়ে কথা বলেন অপু বিশ্বাস। বলিউডে ক্রিকেটারদের জীবনীর আলোকে চলচ্চিত্র নির্মাণের প্রচলন আছে। কিন্তু ঢালিউডে নেই। যদিও শোনা যাচ্ছিল, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বায়োপিক নির্মাণের কথা চলছে। তবে কোথা থেকে এটি নির্মিত হবে, সেটা জানা যায়নি। বায়োপিক হলে সাকিব আল হাসানের বায়োপিকে শাকিব খানকে দেখতে চান অপু বিশ্বাস।

অনুষ্ঠানে টেলিভিশন উপস্থাপক অপু বিশ্বাসকে প্রশ্ন করেন, ক্রিকেটে যে অবস্থানে সাকিব আল হাসান, সেই একই অবস্থানে সিনেমায় কাকে রাখবেন? অর্থাৎ অলরাউন্ডার সাকিবের বায়োপিকে কাকে রাখবেন? জবাবে অপু বিশ্বাস বলেন, ‘এক শ পার্সেন্ট শাকিব খান। আবার যদি বলা হয়— শাকিব না, অন্য কেউ। তাহলে বলব সালমান শাহ। যাকে কি না আমরা মৃত্যুর ২৫ বছর পরও ওউন করি।’

এর পরই প্রশ্ন করা হয়, ক্রিকেটে মাশরাফি বিন মুর্তজা যে জায়গায়, সিনেমায় সেই জায়গায় কে? এ সময় পাশ থেকে এক অভিনেতা বলেন, ‘আমি মান্না ছাড়া কাউকে দেখছি না।’ তখন অপু বিশ্বাস এ জবাবে সম্মতি জানিয়ে বলেন, ‘হ্যাঁ। আমি মান্না ভাইয়ের সঙ্গে কাজ করেছি।’

এদিকে অপু বিশ্বাসের হাতে তেমন কোনো কাজ নেই। সবশেষ তাকে ‘লাল শাড়ি’ সিনেমায়। এতে সরকারি অনুদানের এই ছবিতে তার নায়ক ছিলেন সায়মন সাদিক। মূলত এখন বিভিন্ন শো-রুম উদ্বোধনেই ব্যস্ত সময় কাটে তার।

Advertisement