Saturday, December 10, 2022
Homeসব খবরবিনোদনসবুজ শাড়িতে কলকাতায় নজর কাড়লেন আনুশকা

সবুজ শাড়িতে কলকাতায় নজর কাড়লেন আনুশকা

বলিউড তারকা আনুশকা শর্মার সাবেকি সাজের কিছু ছবি ভাইরাল হয়েছে। ছবিগুলো নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক আলোচনাও হচ্ছে। আনুশকা ভক্তরা এই ছবিগুলো বেশ পছন্দ করেছেন। কেউ কেউ তাদের ফেসবুক ওয়ালেও পোস্ট করেছেন প্রিয় নায়িকার ছবিগুলো।

জানা গেছে, কলকাতায় অনুশকা এবারের দিওয়ালির একটি পার্টিতে অংশ নিয়েছিলেন। এ সময় তিনি নিয়ন গ্রিন শাড়িতে ঝলমলিয়ে উঠলেন। শাড়িতে আনুশকার রূপের ঝলকে মুগ্ধ হন পার্টিতে আগতরা।

সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা নিয়ন গ্রিন রঙের শাড়িতে দিওয়ালি পার্টিতে যোগ দিয়েছিলেন অনুশকা।এদিকে আনুশকা কলকাতায় ঝুলন গোস্বামীর বায়োপিকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন বলেও জানা গেছে।

Advertisement