Saturday, December 10, 2022
Homeসব খবরবিনোদনসবকিছুরই সৌন্দর্য আছে, সবাই তা দেখে না : পূজা

সবকিছুরই সৌন্দর্য আছে, সবাই তা দেখে না : পূজা

রোববার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেন পূজা। হলুদ শাড়ির সঙ্গে কালো ব্লাউজ, চোখে কালো চশমা, হাতভর্তি চুড়ি, পায়ে হাই হিল পরে ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি। কখনও শুয়ে বই পড়ছেন, কখনও বা লাল গোলাপ ঠোঁটে আটকে রেখেছেন। ছবিতে আবেদনময়ী এক পূজাকে আবিষ্কার করেছেন তার অনুরাগীরা।

নতুন প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরি। একের পর এক সিনেমায় বাজিমাত করে চলেছেন তিনি। সম্প্রতি ব্যক্তিগত ইস্যুতে সমালোচনার মুখে পড়েন। তবে সবকিছুকে পাশ কাটিয়ে প্রতিনিয়ত নিজের দ্যুতি ছড়িয়ে চলেছেন এই নায়িকা।

সোশ্যাল মিডিয়ায় বেশ সরব পূজা। প্রতিনিয়ত বিভিন্ন লুকে ছবি পোস্ট করতে দেখা যায় তাকে। পূজার সেই ছবিগুলো বরাবরই নেটিজেনদের নজর কাড়ে। কমেন্টবক্সে নায়িকার রূপের প্রশংসায় পঞ্চমুখ হয় সবাই।

Advertisement