Homeসব খবরবিনোদনশুভ যেভাবে বঙ্গবন্ধুকে ধারণ করেছে, তা সত্যিই প্রশংসার দাবিদার...

শুভ যেভাবে বঙ্গবন্ধুকে ধারণ করেছে, তা সত্যিই প্রশংসার দাবিদার : চঞ্চল চৌধুরী

গতকাল শুক্রবার (১৩ই অক্টোবর) ‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তি পেল। সিনেমাটির কাহিনী এবং ইতিহাস সম্পর্কে বিভিন্ন প্রসঙ্গে গণমাধ্যমে কথা বলেন চঞ্চল চৌধুরী। এখন তিনি দুই বাংলার সমান জনপ্রিয়। যেকোনো চরিত্রেই যেন নজর কাড়েন।

বঙ্গবন্ধু চরিত্রে অরিফিন শুভকে কেমন দেখলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রেগুলার সিনেমা এবং বায়োপিকে অভিনয়ের অভিজ্ঞতা আলাদা। একজন মানুষকে হুবহু ধারণ করা চারটিখানি কথা নয়। এক কথায় যদি বলি বায়োপিকে কাজ করতে গেলে অনেক চাপে পড়তে হয়। সেটা শুভর ক্ষেত্রে হয়েছে। কারণ বঙ্গবন্ধু এমন একজন বিশাল মানুষ তার জীবন-আদর্শ ধারণ করা শুভ, আমি বা পৃথিবীতে কোনো অভিনেতার পক্ষেই সম্ভব নয়। তারপরও শুভ যেভাবে বঙ্গবন্ধুকে ধারণ করেছে। আমি মনে করি এটা অন্য কোন অভিনেতাকে দিয়ে হতো না। তার অভিনয়ে আমি মুগ্ধ হয়েছি। তা সত্যিই প্রশংসার দাবিদার।’

এদিকে, অভিনেতা চঞ্চল চৌধুরী পরপর দুটি বায়োপিকে অভিনয় করেছেন। বায়োপিকে অভিনয় করতে কি বাড়তি চাপ অনুভব করেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা যারা অভিনয় করছি বা অভিনয় করেন- আমাদের জন্য বড় চ্যালেঞ্জিং বিষয় হল কোনো বায়োপিকে অভিনয় করা। আমি সেই মানুষটি নই তারপরও দর্শক হলে আমাকে সেই মানুষটির সঙ্গে মেলানোর চেষ্টা করছেন। কাজ করতে গেলে প্রত্যেকেই বাড়তি একটা চাপ মনে করেন।’

‘মুজিব: একটি জাতির রূপকার’ এই সিনেমায় বঙ্গবন্ধুর বাবার (মধ্যবয়সী) চরিত্রে অভিনয়ের বিষয়ে তিনি বলেন, ‘আমি এই কাজের সঙ্গে সম্পৃক্ত হতে পেরেছি-এটাই সবচেয়ে বড় কথা। ইতিহাসের একটা অংশ হতে চেয়েছিলাম, সেই সাধনা পূরণ হয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে এর আগে এতবড় কাজ হয়নি। সবচেয়ে বড় কাজটির সঙ্গে আছি, ভাললাগা তো থাকবেই।’

Advertisement