Sunday, September 25, 2022
Homeসব খবরজাতীয়‘শিশুবক্তা' মাদানীকে আটক ইস্যুতে কঠোর কর্মসূচির হুমকি হেফাজতের

‘শিশুবক্তা’ মাদানীকে আটক ইস্যুতে কঠোর কর্মসূচির হুমকি হেফাজতের

ওয়াজ মাহফিলে ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত বহুল আলোচিত রফিকুল ইসলাম মাদানীকে (২৭) আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‍্যাব। এসময় রফিকুল ইসলাম মাদানীর ব্যবহৃত দুটি মোবাইলসহ তাঁদের পরিবারের ছয়টি ফোন সেট নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রফিকুল ইসলাম মাদানীকে আটকের ঘটনা নিশ্চিত করেন নেত্রকোনা পুলিশ সুপার। রফিকুল বর্তমানে র‌্যাব হেফাজতে আছেন। তাঁকে কেন আটক করা হয়েছে, তা জানেন না বলে জানান এসপি।

রফিকুল ইসলাম মাদানীকে আটকের প্রতিবাদে আজ নেত্রকোনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। হেফাজত ইসলাম নেত্রকোনা শাখা আয়োজন করে এই সংবাদ সম্মেলন। আয়োজকরা রফিকুল ইসলামের মুক্তি দাবি করেন। তাঁকে দ্রুত মুক্তি না দিলে, এসময় কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেয়া হয়।

Advertisement