Thursday, December 8, 2022
Homeসব খবরবিনোদনলেহেঙ্গার সঙ্গে পায়ে ‘কেডস’ পরেই বিয়েতে শেহতাজ

লেহেঙ্গার সঙ্গে পায়ে ‘কেডস’ পরেই বিয়েতে শেহতাজ

দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের অংশগ্রহণে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা বাগানের মাঝে  বৃহস্পতিবার (২৭ অক্টোবর) তাদের গায়ে হলুদের অনুষ্ঠান হয়। ওই রাতে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল হলুদ অনুষ্ঠানের কিছু ছবি ফেসবুকে পোস্ট করেন। একটি পাঁচতারক হোটেলে সংগীত পরিচালক প্রীতম হাসান ও মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেমের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন।

ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা যায়, শেহতাজ লেহেঙ্গার সঙ্গে কেডস পরেছেন। লেহেঙ্গা সরিয়ে এ ব্যাপারটিই ক্যামেরার সামনে দেখাচ্ছেন প্রীতম। তাদের এমন কান্ড নেটিজেনরা বেশ মজার সঙ্গেই গ্রহণ করেছেন। অনেকে আবার সিরিয়াসভাবেই কেডসের পক্ষে বলছেন। আবার কেউ কেউ কমেন্ট বক্সে করেছেন ক’টু মন্তব্য।

ছবির কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘মানুষ স্নিকার দেখে অজ্ঞান হচ্ছে কেন। এটা প্রথম দেখলো নাকি! কম্ফোর্টেবল তো। আমি তো শাড়ির সাথে হিল পরি না। স্নিকার্সই বেছে নিই। লেহেঙ্গা, শাড়িতে শু পরা যাবে না এই জিনিস কোথাও দেওয়া নেই। ফ্যাশন সেন্সের সাথে না ই মিলতে পারে।’

এক ভক্ত লিখেছেন, ‘দেখে খুব ভালো লাগলো। লেহেঙ্গার সঙ্গে কেডস, দারুণ। অড অড রিএকশন কেন ভাই। এই ছবিটা আমার বেশি ভালো লেগেছে। আর কারণ ও এই স্নিকার্স শো এর বিষয়টি।’ আরেকজন লিখেছেন, ‘হিল জুতার চেয়ে কেডস অনেক আরামদায়ক।’

Advertisement