Saturday, December 10, 2022
Homeসব খবরক্রিকেটলিটনকে ব্যাট উপহার দিয়েছেন কোহলি

লিটনকে ব্যাট উপহার দিয়েছেন কোহলি

টাইগার ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসার নাম লিটন। নিঃসন্দেহে বাংলাদেশ দলের বর্তমানের সেরা ব্যাটারদের একজন লিটন দাস। গত কয়েক বছরে নিজের মধ্য আমুল পরিবর্তন এনেছেন এই ক্রিকেটার। যার ফল পাচ্ছেন হাতেনাতেই।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে তার হাত ধরেই জয়ের আশা দেখছিল বাংলাদেশ। অ্যাডিলেডে ভুবেনেশ্বর-মোহাম্মদ শামির মতো বোলাররা অসহায় ছিলেন লিটনের ব্যাটিং তান্ডবের সামনে। লিটন একাই খেলেছেন ২৭ বলে ৬০ রানের ঝলমলে ইনিংস।

যদিও তার মারকুটে ইনিংসের পরও জয়ের দেখা পায়নি দল। তবে লিটনের ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। ম্যাচ শেষে লিটনকে খুশি হয়ে একটি ব্যাট উপহার দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

লিটনের ব্যাটিং নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে এমনটা জানান তিনি। জালাল ইউনুস বলেন, ‘দেখেন লিটন দাস একজন ক্লাসিক ক্রিকেটার। আপনি শটগুলো দেখেন সে ক্লাসিক শট খেলে যেকোনো ফরম্যাটেই। টেস্ট, ওয়ানডে সে ভালো খেলে ইদানিং সে টি-টোয়েন্টিতেও ভালো খেলছে। খুব খুশি হয়েছি। আর আমরা যখন বসে ছিলাম ডাইনিং হলে দেখলাম ভিরাট কোহলি এসে তাকে একটা ব্যাট উপহার দিয়ে গেল তাকে। অবশ্যই এটা অনেক বড় অনুপ্রেরণা।’

Advertisement