Saturday, December 10, 2022
Homeসব খবরবিনোদনমিতুকে নিয়ে 'আগুন' শুটিংয়ে শাকিব, চলবে ৬ দিন

মিতুকে নিয়ে ‘আগুন’ শুটিংয়ে শাকিব, চলবে ৬ দিন

দুই বছর পর সেই মিতুকে নিয়েই এবার ছবিটির শেষ পর্যায়ের শুটিংয়ে অংশ নিলেন শাকিব খান। জানা গেছে শনিবার সকাল থেকে গাজীপুরে সিনেমাটির শুটে অংশ নিয়েছেন শাকিব। টানা ছয় দিন চলবে শুটিং। প্রায় দুই বছর আগে নবাগতা জাহরা মিতুকে নিয়ে আগুন ছবিতে জুটি হয়েছিলেন শাকিব খান। কিন্তু ছবিটির শেষ পর্যায়ে এসে নানা কারণে থমকে যায় বদিউল আলম খোকন পরিচালক ছবিটির শুটিং।

২০১৯ সালের ৫ আগস্ট শুরু হয়েছিল ‘আগুন’-এর শুটিং। সে বছরের অক্টোবরে শেষ হয় এর দ্বিতীয় লটের কাজ। এরপর সিনেমাটির প্রযোজক ক্যাসিনো-কাণ্ডে গ্রেপ্তার হলে অনিশ্চিত হয়ে পড়ে সিনেমাটির ভবিষ্যৎ। অবশেষে সকল জটিলতার পাঠ চুকিয়ে শুটিংয়ে মাঠে ফিলল আগুন।

সিনেমাটিতে শাকিব-মিতু ছাড়া আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা রউফ, আফজাল শরীফ, সুব্রত প্রমুখ।

Advertisement