Homeসব খবরজেলার খবরভোলায় দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে আখের চাষ

ভোলায় দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে আখের চাষ

দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। ভোলার মাটি ও আবহাওয়া আখ চাষের জন্য উপযোগী। অন্যান্য ফসল চাষের মতো এ জেলাতে আখ চাষ এর পরিধি দিনে দিনে বেড়েই চলছে। ভোলার দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে আখের চাষ। ঝুঁকি কম, তুলনামূলকভাবে লাভ বেশি হওয়ায় অন্যান্য ফসলের পাশাপাশি আখ চাষে ঝুঁকছেন কৃষকরা। জেলা ৭টি উপজেলাতেই বেড়েছে আখ চাষ।

চাষিদের দাবি সার কীটনাশকসহ বিভিন্ন উপকরণ এর দাম বৃদ্ধি পাওয়ায় কমে গেছে তাদের লাভের অংশ। অন্য দিকে জেলা কৃষি বিভাগ বলেন, অন্যান্য ফসলের চেয়ে আখ চাষে তুলনামূলকভাবে খরচ কম লাগে। ভোলা আখ চাষ এর জন্য উপযোগী ও আখ এ পোকার অক্রমণ কম হয়।

আখ চাষে খচর কম ও লাভ ভালো হওয়া এই চাষের দিকে দিনে দিনে যুকছেন ভোলার কৃষকরা। জেলার চাহিদা মিটিয়ে রাজধানীরসহ দেশের বিভিন্ন জেলাতে ও রপ্তানি করা হয় এই আখ। তবে আখ চাষের জন্য প্রয়োজনীয় সার কীটনাশক এর দাম বৃদ্ধি পাওয়া কমে যাচ্ছে কৃষকদের লভ্যাংশ ।

ভোলা জেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাসান ওয়ারিসুল কবীর জানান, ভোলা জেলা আখ চাষের একটি সম্ভাবনাময় জেলা। সম্প্রতি বছরগুলোতে আখ চাষ বেড়েই চলছে। এবছর জেলাতে আখ চাষ এর লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৪৮৯ হেক্টর জমিতে। লক্ষ্য মাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে ৫৭০ হেক্টর জমিতে। বর্তমানে ফলনের যে অবস্থা তাতে আমরা মনে করি একটি ভালো ফলন তুলতে পারবো।

Advertisement