Homeসব খবরবিনোদনবীর আমাদের ঘরের নেতা : বুবলী

বীর আমাদের ঘরের নেতা : বুবলী

গত শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বীরের একটি ছবি পোস্ট করেছেন বুবলী। পাঞ্জাবী-কটিতে সেজে নেতার মতো হাত উঁচু করে রেখেছে ছোট্ট রাজপুত্র। ছেলের সেই ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন, লিডার বাবাই। সে আমাদের ঘরের নেতা। সঙ্গে যুক্ত করেছেন ভালোবাসার ইমোজি।

এর আগে, গত ১৫ নভেম্বর বুবলী তার পেজে বীরের তিনটি ছবি পোস্ট করেন। সেখানে দোলনায় শুয়ে থাকতে দেখা যায় বীরকে। তার সেই ছবিগুলোও সামনে আসতেই লুফে নেয় শাকিব ভক্তরা। বিভিন্ন গ্রুপে ভেসে বেড়াতে থাকে সেগুলো।

এ ছাড়াও গত ১৩ নভেম্বর বিকেলে বীরের দুটি ছবি পোস্ট করেছেন বুবলী। বরাবরের মতো সেখানেও বেশ স্টাইলিশ লুকে দেখা মেলে ছোট্ট রাজপুত্রের। তার পরনে পাঞ্জাবি-পায়জামা, হাতে ঘড়ি, মুখে মিষ্টি হাসি- যা নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে। মন্তব্যের ঘরে অনুরাগীরা তার প্রতি ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। সেই পোস্টের ক্যাপশনে বীরের মা লিখেছেন, আবার বাবাজান সবাইকে সালাম (আসসালামু আলাইকুম) জানিয়েছেন।

গত ২১ অক্টোবর বীরকে নিয়ে আরেকটি পোস্ট দিয়েছিলেন বুবলী। যার একটি ছবিতে দেখা যায়, বীর সোফায় বসা, মাথায় টুপি। আরেকটি ছবিতে বুবলীর বাবার কোলে বীর। ক্যাপশনে নায়িকা লেখেন, ‘জুম্মা মোবারক’।তারও আগে গত ১৩ অক্টোবর বীরের চারটি ছবি পোস্ট করেছিলেন বুবলী। ক্যাপশনে লেখেন, ‘সবাই সাবধান! শহরে নতুন বাপজান।’

উল্লেখ্য, বাবা শাকিব ও মা বুবলীর তারকাখ্যাতির সুবাদে ছোট্ট বীরও তারকা বনে গেছে। তাকে ঘিরে নেটিজেনদের আগ্রহের কমতি নেই। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি পোস্ট করেন নায়িকা। বীরের ছবি পোস্ট করা মাত্রই সেটি ভাইরাল হয়ে যায়। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় স্টার কিড শেহজাদ খান বীর।

Advertisement