Homeফুটবলবিশ্বকাপ সতীর্থদের মেসির স্বর্ণের আইফোন দেয়ার খবর ‘ভুয়া’

বিশ্বকাপ সতীর্থদের মেসির স্বর্ণের আইফোন দেয়ার খবর ‘ভুয়া’

মূলত ডিজাইনকারী সংস্থা আইডিজাইনের কয়েকটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে সংশয়ের শুরু। আই ডিজাইনের পোস্টে মেসির কাছে ৩৫টি আইফোন হস্তান্তরের খবর জানিয়ে লেখা হয়েছে, ‘উপহার হিসেবে’ সেগুলো দেয়া হয়েছে। সেগুলো মেসিই কিনেছেন নাকি আইডিজাইন বা অন্য কেউ উপহার দিচ্ছে, তা স্পষ্ট ছিল না।

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে আর্জেন্টিনা দলের সতীর্থদের সোনায় মোড়ানো আইফোন উপহার দিয়েছেন লিওনেল মেসি – এমন একটি খবর বিভিন্ন সংবাদমাধ্যমে ভেসে বেড়াচ্ছে। ইংলিশ সংবাদমাধ্যম দ্য সানকে সূত্র মেনে আর্জেন্টাইন সংবাদমাধ্যম তে ই সে স্পোর্ত এ খবর ছেপেছিল।

তবে ওই পুরস্কার আসলে মেসিই দিয়েছেন কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তে ই সে স্পোর্তেরই আর্জেন্টিনা দলঘনিষ্ঠ সাংবাদিক গাস্তন এদুল টুইটে জানিয়েছেন, ওই আইফোনগুলো মূলত এক ব্যবসায়ী আর্জেন্টিনা দলকে উপহার দিয়েছেন। এর পেছনে মেসির খরচ হয়নি।

তে ই সে স্পোর্তস তাদের আগের প্রতিবেদন মুছে দিয়েছে।

মূলত ডিজাইনকারী সংস্থা আইডিজাইনের কয়েকটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে সংশয়ের শুরু। আই ডিজাইনের পোস্টে মেসির কাছে ৩৫টি আইফোন হস্তান্তরের খবর জানিয়ে লেখা হয়েছে, ‘উপহার হিসেবে’ সেগুলো দেয়া হয়েছে। সেগুলো মেসিই কিনেছেন নাকি আইডিজাইন বা অন্য কেউ উপহার দিচ্ছে, তা স্পষ্ট ছিল না।

এ নিয়ে গাস্তন এদুল আজ টুইটে জানিয়েছেন, ‘একজন ব্যবসায়ী ব্যক্তিগত উদ্যোগে আর্জেন্টিনা দলের জন্য সোনা মোড়ানো ফোন-কেইস কিনেছেন। এগুলো মেসি কেনেননি, মেসির অর্থ ব্যয় হয়নি এখানে।’

Advertisement