পরিবারের একজন সদস্যসহ বিনামূল্যে ২ রাত থাকা যাবে পর্যটন করপোরেশনের যে কোনো হোটেল-মোটেল বা রিসোর্টে। পেতে পারেন বিনামূল্যে রেস্তোরাঁয় লাঞ্চ বা ডিনারের সুযোগও। সঙ্গে মিলবে ৩ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত পুরস্কারও। একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে এই পুরস্কার জিততে পারেন বিশ্ববিদ্যালয় পর্যায়ের যে কোনো শিক্ষার্থীরা।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এমন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। সংস্থাটি জানিয়েছে এই প্রতিযোগিতায় অংশ নিতে হলে ‘পর্যটন শিল্পকে বাংলাদেশের জাতীয় আয়ের অন্যতম প্রধান উৎসে পরিণত করতে করণীয় ও এই শিল্পের উন্নয়নে তরণদের ভূমিকা’ নিয়ে লিখতে হবে সর্বোচ্চ ২ হাজার শব্দের একটি রচনা। যা পাঠাতে ২২ সেপ্টেম্বরের মধ্যে।
পর্যটন করপোরেশন আরও জানায়, বাংলাদেশ সরকার অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিভাগের অনূর্ধ ২৫ বছর বয়সী সব শিক্ষার্থী অংশ নিতে পারবে এই প্রতিযোগিতায়। এক্ষেত্রে আগ্রহীকে বাংলায় সর্বোচ্চ ২ হাজার শব্দের একটি রচনা লিখে ইমেইলে পাঠাতে হবে chairman@parjatan.gov.bd, bpchopr@gmail.com এবং parjatanmarketing@gmail.com এই তিনটি ঠিকানায়। রচনাটি অবশ্যই A4 সাইজের কাগজে ১৪ ফ্রন্টে, কালো রঙের ফ্রন্টে লিখতে হবে। রচনার সঙ্গে প্রতিযোগির চিঠি ও ইমেইল পাঠানোর ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। এছাড়া প্রমাণ হিসেবে স্টুডেন্ট আইডি কার্ড স্ক্যান করে পাঠাতে হবে।
অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিশেষজ্ঞ প্যানেলের বিচারে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে তিনজন বিজয়ী নির্ধারিত করা হবে। তারাই পাবেন এই পুরস্কার। রচনা অবশ্যই মৌলিক হতে হবে এবং কোনো উৎস্য থেকে আংশিক বা সম্পূর্ণ নকলকৃত রচনা গ্রহণযোগ্য হবে না বলেও জানায় পর্যটন করপোরেশন। পুরস্কারগুলো হলো-
১ম পুরস্কার: বিজয়ীকে পরিবারের একজন সদস্যসহ সংস্থার যেকোন হোটেল-মোটেলে ২ রাত সৌজন্যমুলক অবস্থান ও নগদ ৫ হাজার টাকা।
২য় পুরস্কার: বিজয়ীকে পরিবারের একজন সদস্যসহ সংস্থার যেকোন হোটেল-মোটেলে ২ রাত সৌজন্যমুলক অবস্থান ও নগদ ৪ হাজার টাকা।
৩য় পুরস্কার: বিজয়ীকে পরিবারের একজন সদস্যসহ সংস্থার মহাখালীস্থ হোটেল অবকাশের মালঞ্চ রেস্তোরাঁয় সৌজন্যমূলক লাঞ্চ/ডিনার এবং নগদ ৩ হাজার টাকা দেওয়া হবে।