জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা তাঁর অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়েছেন। সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে মায়ের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে এমনটাই জানান তিশা। ক্যাপশনে লেখেন, ‘গত বছরের ডিসেম্বরের ২২ তারিখে আম্মুর বাইপাস সার্জারি হয়েছিল। এক বছর যেতে না যেতেই আজ আম্মুর আরেকটা অপারেশন হচ্ছে (নী-রিপ্লেসমেন্ট)। প্রত্যেক অপারেশনের আগে বন্ড সাইন করার সময় হাতটা কেঁপে ওঠে।’
এর আগে স্মৃতিচারণ করে তিনি আরও লেখেন, ‘প্রতি অপারেশনের আগে আমার মা আমাদেরকে বলে, ‘আমার চোখের দুই মণি (ইনায়া এবং ইলহাম) দু’জনকে তোমরা দেখে রেখো। আর আমরা হাসিমুখে বলি, আম্মু এই অপারেশনের পর তুমি আমাদের চাইতেও স্ট্রং হয়ে যাবে, ইনশাআল্লাহ। তখন তুমি তোমার দুই নাতনির বিয়ে খাইতে পারবা।’
এছাড়া সবশেষ মায়ের জন্য দোয়া চেয়ে লেখেন, ‘আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। পৃথিবীর সব মায়েরা সুস্থ থাকুক। আমীন।’