Homeসব খবরবিনোদনফারহান-তিশার ‘কঞ্জুস’ দেখল ২ কোটি দর্শক

ফারহান-তিশার ‘কঞ্জুস’ দেখল ২ কোটি দর্শক

নাট্যনির্মাতা মহিদুল মহিম পরিচালিত তিশা-ফারহান জুটির ‘কঞ্জুস’ নামের নাটকটি চলতি বছর নেটিজেনদের কাছ থেকে তুমুল প্রশংসা কুড়াচ্ছে। গল্পনির্ভর এ নাটকে দেখা মেলে মুশফিক আর ফারহানের। সম্প্রতি আরেকবার তানজিন তিশাকে সঙ্গে নিয়ে আলোচনায় এলেন জনপ্রিয় এ অভিনেতা।

সমালোচকরাও মুগ্ধতা প্রকাশ করছেন নাটকটি দেখে। এর বাইরে ফারহান-তিশা জুটির অসংখ্য ভক্তের উচ্ছ্বাস তো রয়েছেই। সম্প্রতি ‘সরকার মিডিয়া’ নামে একটি ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয় মহিদুল মহিমের রচনা ও পরিচালনায় নাটক ‘কঞ্জুস”। দুই মাসে এই ‘কঞ্জুস’ নাটকতে ভিউ হয়েছে ২০এম ভিউস। যা হিসাব করলে ২ কোটি ভিউস। নাটকটিতে লাইক পড়েছে এখন পর্যন্ত ২ লাখ ৮০ হাজার ও মন্তব্য করেছেন ৮ হাজারেরও বেশি দর্শক।

বলতে গেলে যার পুরোটাই ইতিবাচক মন্তব্য। গল্পে দেখা যায়, তিন মেয়ে নিয়ে তিশা-ফারহানের পাঁচজনের বড় সংসার। সেখানে ফারহান একজন কঞ্জুস চরিত্রের। যে কি না সব কিছুতেই শুধু হিসাব করে বেড়ায়।

খাওয়া-দাওয়া থেকে শুরু করে সব কিছুতেই হিসাব। পয়সা খরচ হবে বলে আত্মীয়স্বজন কাউকেই তিনি বাসায় নিয়ে আসতে চান না। বিষয়টি তিশার কাছে বিরক্তিকর হলেও তার করার কিছু থাকে না। এভাবেই নানা মজার মজার ঘটনার মধ্য দিয়ে গল্প এগিয়ে যেতে থাকে। আর শেষে সুন্দর জীবন বোধের উপলব্ধি দিয়ে গল্প শেষ হয়।

Advertisement