Saturday, December 10, 2022
Homeসব খবরবিনোদনপ্রেমে পড়লে মানুষ হঠাৎ করে সুন্দর হয়ে যায় :...

প্রেমে পড়লে মানুষ হঠাৎ করে সুন্দর হয়ে যায় : মাহি

দর্শকপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। বর্তমানে তিনি চার মাসের অন্তঃসত্ত্বা। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় নিজের অনুভূতি প্রকাশ করেন নায়িকা। এবার তিনি সুন্দর হওয়ার রহস্য ফাঁস করলেন। গত সোমবার (৩১ অক্টোবর) বিকেলে ফেসবুকে একটি স্ট্যাটাসে মাহি লিখেছেন, প্রেমে পড়লে মানুষ হঠাৎ করে সুন্দর হয়ে যায়। কয়েক ঘণ্টা পরই মঙ্গলবার (১ নভেম্বর) সকালে আরেকটি স্ট্যাটাসে তিনি লেখেন, আমি তো সুন্দর হয়ে যাচ্ছি।

তবে কি আবারও প্রেমে পড়েছেন মাহি- তার দুটি স্ট্যাটাস দেখে নেটিজেনদের মনে এমন প্রশ্ন আসাটা স্বাভাবিক। ঘটেছেও তাই! একজন লিখেছেন, মাশাআল্লাহ, গভীর প্রেমের লক্ষণ। আরেকজন জানতে চেয়েছেন, প্রেমে পড়েছো? অন্যজন লেখেন, তুমি এমনিতেই সুন্দর।

আপাতত জীবনের সর্বশ্রেষ্ঠ সময় পার করছেন মাহি। পরিবারের আদর-যত্নে দিন কাটছে তার। সম্প্রতি মাহির সাধের আয়োজন করা হয়েছিল। সেই আয়োজনের ছবিগুলো পোস্ট করে নায়িকা লেখেন, গ্রাম্য সাধ। যদিও এখনও টাইম হয় নাই। আহ্ সবার হাসিতে এক অন্যরকম শান্তি পাচ্ছি। তার সেই পোস্টে শোবিজ তারকাদের পাশাপাশি নেটিজেনরা হবু মায়ের সুস্থতা ও অনাগত সন্তানের জন্য শুভকামনা জানিয়েছেন।

এর আগে, বিয়ের ঠিক এক বছরের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান মাহি। গত ১২ সেপ্টেম্বর ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিনরাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ, আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

Advertisement