অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মীম বাংলা মিডিয়া জগতের গ্ল্যামারাস কুইন। ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে এ অভিনেত্রীর। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। নাটক, সিনেমায় সমানতালে অভিনয় করে গেলেও বর্তমান সময়ে সিনেমায় মনোযোগ দিয়েছেন বেশি। অভিনয়ের পাশাপাশি প্রতিবছরই বিভিন্ন দিবস বা উৎসবের নানারকম আয়োজনে সংশ্লিষ্ট হয়ে চমকে দেন দর্শকদের। এবছরও দুর্গাপূজা নিয়ে বিভিন্ন পরিকল্পনা সাজালেও বাবা-মা কে ছাড়া পালন করতে হবে বিধায় কিছুটা মন খারাপ এ নায়িকার।
বিদ্যা সিনহা মীম সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, সবার মাঝে পূজার আনন্দ বজায় থাকুক, সবখানে শান্তি শৃঙ্খলা বিরাজ করুক। সবার জন্য রইলো ভালোবাসা ও শুভকামনা। তিনি বলেন, এবারই প্রথম বাবা-মাকে ছাড়া পূজার ছুটি কাটাবো। প্রতি বছরই শারদীয় দুর্গাপূজা বাবা-মায়ের সঙ্গে সময় কাটাই। তাদের নিয়ে আনন্দ করি। জন্মের পর থেকে মূলত এভাবেই বেড়ে উঠেছি। কিন্তু তাদেরকে ছাড়া পূজা উতসব পালন করাটা একদিক দিয়ে কষ্টের। কখনো এভাবে ভাবিনি। মা-বাবা কানাডায় আছেন। কয়েক মাস সেখানে থাকবেন। সেজন্যই আপাতত কাছে পাচ্ছি না। অন্য সময়ের চেয়ে পূজার সময়ে বেশি মনে পড়বে তাদের কথা।
মা দুর্গার শক্তি অর্জন করা নিয়ে তিনি বলেন, আমার মধ্যে যদি দুর্গার অশুভ শক্তি বিনাশের ক্ষমতা থাকতো তাহলে সমাজের জন্য যা কিছু খারাপ সেগুলোর সবকিছুই বিনাশ করে দিতাম। সমাজে বিরাজমান সব অশান্তি, খুন-রাহাজানি, হিংসা-বিদ্বেষ বন্ধ করে শান্তি ফিরিয়ে দিতাম। এদিকে এবারের পূজায় একদিন ঢাকায় থাকবেন এবং অন্য ছুটির দিনগুলো কুমিল্লায় শ্বশুরবাড়িতে কাটাবেন বলে জানান এ অভিনেত্রী। তিনি বলেন, পূজার ছুটিতে শ্বশুরবাড়িতে থাকা হবে। শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে আনন্দ করব। স্বামী ও শ্বশুরবাড়ির সবাই মিলে পূজায় সুন্দর সময় কাটাব।
অভিনেত্রী মীম বলেন, ছোটবেলা থেকে দেখে আসছি পূজা মানেই মা-বাবার সঙ্গে দাদাবাড়িতে যাওয়া। রাজশাহীতে আত্মীয়দের সঙ্গে সময় কাটানো। কত রকম হইচই করেছি। বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়িয়েছি। এ আনন্দ আর কোনো কিছুতে পাওয়া হবে না। এখন চাইলেও নানা জায়গায় যেতে পারি না, ভিড় জমে যায়। মানুষজন সেলফি তোলার জন্য ভিড় করে, কথা বলতে চায়। সেজন্য পূজার সময়টা একটু অন্যভাবে কাটাই।
এদিকে মীম অভিনীত সবশেষ ‘অন্তর্জাল’ সিনেমাটি মুক্তি পেয়েছে। আগামী ২৪ নভেম্বর কলকাতায় মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘মানুষ’ সিনেমা। যেখানে জনপ্রিয় অভিনেতা জিৎ-এর বিপরীতে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি নিয়ে মীম বলেন, ‘মানুষ’ সিনেমায় স্পেশাল গেস্ট হিসেবে অভিনয় করেছি। জিৎ দার সঙ্গে আগেও সিনেমা করেছি। এবার নতুন গল্প, নতুন চরিত্রে দর্শকরা আমাকে দেখবেন।