Homeসব খবরবিনোদনপামেলার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে নিজের সিনেমার প্রিমিয়ার বাতিল করলেন...

পামেলার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে নিজের সিনেমার প্রিমিয়ার বাতিল করলেন সালমান

বৃহস্পতিবার সাতসকালে প্রয়াত হয়েছেন যশ রাজ ফিল্মসের অন্যতম কর্ণধার তথা প্রয়াত পরিচালক-প্রযোজক যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া। জানা গিয়েছে, গত ১৫ দিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

এদিকে আজ তাঁর মৃত্যুর খবর সামনে আসতেই নিজের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ এর প্রিমিয়ার বাতিল করলেন সলমন খান।

সূত্রের খবর, বৃহস্পতিবার ওয়াইআরএফ স্টুডিওতে ছবির প্রিমিয়ার হওয়ার কথা ছিল। নিমন্ত্রণ গিয়েছিল বি টাউনের তাবড় সেলেব্রিটিদের কাছেও। সলমনের নতুন ছবির প্রিমিয়ারে উপস্থিত থাকার কথা ছিল গোটা বলিউডের। কিন্তু তার আগেই হঠাৎ ছন্দপতন। সকালেই খবর আসে পামেলা চোপড়া মারা গিয়েছেন। এরপরই প্রিমিয়ার বাতিলের সিদ্ধান্ত নেন সলমন খান।

উল্লেখ্য, যশ রাজ ফিল্মসের ব্যানারে এবছরের শেষেই বড়পর্দায় আসবেন অভিনেতা। মনীশ শর্মার পরিচালনায় মুক্তি পাবে ‘টাইগার থ্রি’। এর আগে ‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতেও যশ রাজ ফিল্মসের প্রযোজনায় কাজ করেছিলেন সলমন। এই সংস্থার সঙ্গে অভিনেতার সুসম্পর্কের কথা কারও অজানা নয়। অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, পামেলা চোপড়ার মৃত্যুতে ভেঙে পড়েছেন সলমন। তাই ছবি মুক্তির আগে কোনও উৎসব উদযাপন চাইছেন না।

বৃহস্পতিবার সাতসকালে বার্ধক্যজনিত অসুস্থতার জেরে প্রয়াত হয়েছেন পামেলা চোপড়া। গত ১৫ দিন ধরে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে নিউমোনিয়া আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন তিনি। প্রয়াত পরিচালক-প্রযোজক যশ চোপড়ার স্ত্রী পামেলা পেশায় গায়িকা, চিত্রনাট্য রচয়িতা ও প্রযোজকও ছিলেন। এদিন সকালে যশ রাজ ফিল্মসের তরফে এই শোকসংবাদ প্রকাশ্যে আনা হয়েছে।

সূত্র: দি ওয়াল।

Advertisement