Homeসব খবরবিনোদননতুন সিনেমার পারিশ্রমিক অনন্তর ৪০, বর্ষার ১০

নতুন সিনেমার পারিশ্রমিক অনন্তর ৪০, বর্ষার ১০

৩ সেপ্টেম্বর এফডিসিতে অনুষ্ঠিত ছবির মহরতে জানা গেল, অনন্ত জলিল ‘কিল হিম’ ছবির নায়ক হিসেবে পাবেন ৪০ লাখ টাকা। তার হাতে আজ আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেন প্রযোজক ও পরিচালক ইকবাল। এ ছবির জন্য কত পারিশ্রমিক পাচ্ছেন অনন্ত-বর্ষা? এই প্রশ্ন ছিল অনেকের। অবশেষে সেই কৌতুহলের অবসান হলো।

ঢালিউডের আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। নিজেদের প্রযোজনার বাইরে প্রথমবারের মতো সিনেমা করছেন এই অভিনেতা এবং অভিনেত্রী। অ্যাকশন ভিত্তিক এই সিনেমার নাম ‘কিল হিম’।
তাদের নিয়ে ‘সুনান মুভিজ’- এর ব্যানারে ছবিটি নির্মাণ করবেন এম.ডি ইকবাল।

তিনি এসময় মাইকে জানান, ‘কিল হিম’ ছবির জন্য ৪০ লাখ টাকা পারিশ্রমিক নেবেন অনন্ত জলিল। নায়িকা বর্ষা পাবেন ১০ লাখ। ঢাকাই সিনেমার ইতিহাসে ৪০ লাখ টাকা পারিশ্রমিক পাওয়ার রেকর্ড কোনো নায়কের এ তথ্য নিশ্চিত করলেন পরিচালক ইকবাল।

‘কিল হিম’ সিনেমায় অনন্ত-বর্ষা ছাড়াও অভিনয় করবেন দেশের জনপ্রিয় দুই তারকা রুবেল ও মিশা সওদাগর। এতে ভিলেন হিসেবে দেখা যাবে বলিউডের রাহুল দেবকে। বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়ার মনোরম লোকেশনে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে অক্টোবরে।

মহরত উপলক্ষে আজকের আয়োজনে উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নিপুণ আক্তার, সাইমন সাদিকসহ অনেকেই। ছিলেন প্রযোজক ও পরিচালক সমিতির নেতারাও। মহরতে জানানো হয়, আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘কিল হিম’।

Advertisement