Sunday, September 25, 2022
Homeসব খবরজাতীয়দেশে চাহিদার তুলনায় বাড়তি বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে

দেশে চাহিদার তুলনায় বাড়তি বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে

আগামী বাজেটে বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রত্যাশা করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। দুপুরে বিদ্যুৎ খাতের আসন্ন বাজেট নিয়ে এক অনলাইন আলোচনায় এ কথা জানান তিনি

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশে এখন চাহিদার তুলনায় বাড়তি বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। যদিও তা সঞ্চালন করা যাচ্ছে না। তাই বিদ্যুৎ সঞ্চালনের সক্ষমতা বাড়াতে, উন্নত প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান তিনি।

এসময় মন্ত্রী বলেন, বেসরকারি খাতের বিদ্যুৎ উৎপাদকদের কর ও ভ্যাট সংক্রান্ত জটিলতা কাটাতে বিদ্যুৎ বিভাগ ও এনবিআর এক সাথে কাজ করবে।

Advertisement