Homeসব খবরবিনোদনদুবাইয়ে কালো পোশাকে মোহনীয় মিম, ছবি দিতেই ভাইরাল

দুবাইয়ে কালো পোশাকে মোহনীয় মিম, ছবি দিতেই ভাইরাল

নিজের সর্বশেস অবস্থা জানানোর পাশাপাশি ছবি আপলোড করে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এবার কালো রঙের পোশাকে ছবি দিয়েছেন মিম। আর তা মুহূর্তেই ভাইরাল হয়েছে। অবকাশ যাপনে দুবাইয়ে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সেখানে থাকলেও সামাজিক মাধ্যমে ভক্তদের নিয়মিত ব্যস্ত রাখার চেষ্টা করছেন।

কালো কখনো শোক আবার কখনো জাকজমক আভিজাত্যের প্রতীক। কালো পোশাকে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমও যেন অভিজাত রূপে ধরা দিলেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমের দেয়ালে। বিয়ের প্রথম বার্ষিকী উদযাপনের সূত্র ধরে মিম তার স্বামী সনি পোদ্দারের সাথে বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন।

ভিন্ন ভিন্ন সাজের মোহময়ীরূপে নিজেকে উপস্থাপন করে সকলকে মুগ্ধ করে চলেছেন এই অভিনেত্রী। নেটিজেনরা বলছেন, কালোতেই যেন বেশি আগুনরূপী হয়েছে মিম।

অনেকে বলছেন, এই রূপেই তো তোমাকে দেখতে চাই। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে পোস্ট করা ছবিগুলোতে ঘণ্টা পাঁচেকের মধ্যে ওই ছবিতে ২১হাজার রিয়্যাক্ট পড়ে এবং হাজারখানেক মন্তব্য জমা হয়।

Ads by Eonads

Advertisement