Homeসব খবরজাতীয়দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

টানা তাপপ্রবাহের পর মৌসুমি বায়ুর প্রভাবে আসা বৃষ্টি কিছুটা স্বস্তি দিয়েছে দেশের মানুষকে। খাঁ খাঁ করা ফসলের মাঠে কিছুটা কমিয়েছে পানির সংকটও। এখনো অল্প অল্প করে ঝরছে বৃষ্টি। তবে আবহাওয়া অফিস বলছে, শিগগিরই কেটে যাচ্ছে স্বস্তি। বৃষ্টি কমে আবারো বাড়তে শুরু করবে তাপমাত্রা। বৃহস্পতিবার (৩ মে) এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশিদ।

তিনি বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে গেলো কয়েকদিন যে বৃষ্টিপাত প্রবণতা ছিলো তা ধীরে ধীরে কমে যাচ্ছে। বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আগামী কয়েকদিন বৃষ্টি আরো কমবে, একইসংগে বাড়বে তাপপ্রবাহ। কিছুটা গরম থাকবে আগামী ৭-৮ দিন। তবে আগামী ৯-১০ তারিখ নাগাদ মূল বর্ষা আসতে পারে জানিয়ে তিনি বলেন, বর্ষা আসলেই কমে যাবে তাপমাত্রা। আশা করা যাচ্ছে তখন নিয়মিত বৃষ্টি হবে।

চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টিপাত প্রবণতা কমে যাওয়ায় ফেনী-নোয়াখালী অঞ্চলে তীব্র পানির সংকট তৈরি হয়েছে। এই অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি জানতে চাইলে তিনি বলেন, আজও ফেনী-নোয়াখালীসহ দক্ষিণাঞ্চলের কিছু জেলায় বৃষ্টি হচ্ছে। তারপর আগামী কয়েকদিন সেখানে গরম থাকবে। তবে বর্ষার আগমনে চট্টগ্রামের দিক থেকেই বৃষ্টিপাত প্রবণতা বাড়তে পারে। এর জন্য আরো সপ্তাহখানেক অপেক্ষা করতে হবে।

আবহাওয়া অধিদফতরের সকালের বুলেটিনে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসংগে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয় বুলেটিনে।

Advertisement