Homeসব খবরবিনোদনট্রেইলারে ‘হা হা’ রিঅ্যাক্ট, কড়া জবাব বাপ্পীর

ট্রেইলারে ‘হা হা’ রিঅ্যাক্ট, কড়া জবাব বাপ্পীর

এবার ঈদুল ফিতরকে কেন্দ্র করে কয়েকটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে প্রেক্ষাগৃহে। এর মধ্যে সবচেয়ে আলোচনায় শাকিব খান অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’, অনন্ত জলিল ও বর্ষী অভিনীত ‘কিল হিম’ এবং বাপ্পী চৌধুরী অভিনীত ‘শত্রু’ সিনেমা নিয়ে।

গত ১১ এপ্রিল ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে ‘শত্রু’ সিনেমার ট্রেইলার প্রকাশ করেন বাপ্পী। এখন মুক্তি উপলক্ষে সিনেমার সংশ্লিষ্টরা টিজার, পোস্টার ও ট্রেইলার প্রকাশ করছেন। পাশাপাশি ডিজিটাল প্লাটফর্মসহ অন্যান্য মাধ্যমে প্রচার-প্রচারণা চালাচ্ছেন সিনেমার।

এ অভিনেতা সোশ্যাল মিডিয়ায় ট্রেইলার প্রকাশ করলে দেখা যায়, তাতে হা হা রিঅ্যাকশন বেশি। অন্যসব মাধ্যমেও ট্রেইলারে অধিকাংশই হা হা রিঅ্যাকশন। এছাড়াও রয়েছে নানা নেতিবাচক মন্তব্য। এবার সেসব বিষয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়ক বাপ্পী।

বাপ্পী বলেন, আমাদের দেশে মানুষ মরে যাওয়ার পোস্টেও হা হা রিঅ্যাকশন দেয়। সেখানে ট্রেইলারে হা হা রিঅ্যাক্ট দেয়ার যুক্তিসংগত কোনো কারণ কিংবা আমার কষ্ট পাওয়ার কারণ খুঁজে পাই না। এটা হচ্ছে মানুষের তৈরি করা হা হা। যা চাইলেই দেয়া যায়। হা হা দিতেও জোর লাগে। কিন্তু ফেসবুকে হা হা দিতে জোর লাগে না। ফ্রি তো।

গতকাল রোববার (১৬ এপ্রিল) রাজধানী ঢাকাস্থ হোটেল ভিক্টরি, নয়া পল্টনে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় এসব কথা বলেন তিনি।

এদিকে ঈদে শাকিব ও অনন্ত জলিলেরও সিনেমা মুক্তি পাচ্ছে। এই দুই তারকার সিনেমার সঙ্গে নিজের সিনেমা মুক্তির লড়াইয়ে টিকে থাকা নিয়ে তিনি বলেন, আমি শুরু থেকে যুদ্ধ করেই টিকে ছিলাম। তাই যুদ্ধ করেই টিকতে চাই। এটা খুবই গুরুত্বপূর্ণ। এ পর্যন্ত আমার যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে, এর মধ্যে অধিকাংশগুলোর বিপরীতেই অনেক সিনেমা ছিল। বাজেট অনুযায়ী সব বড় বড় সিনেমা ছিল, সেখান থেকেও জয়ী হয়ে ফিরেছি। তাই আমি বিশ্বাস করি এখানে জয়ী হয়ে ফিরব।

Advertisement