প্রোটিয়াদের বিপক্ষে অবশ্য টসে জিততে চাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। সে জন্য দোয়াও চেয়েছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপে স্বস্তির শুরু হলেও পরের তিন ম্যাচে হেরেছে বাংলাদেশ। তবে এখনই সব কিছুর শেষ দেখছেন না সাকিব আল হাসান। নিজেদের পঞ্চম ম্যাচে উড়তে থাকা সাউথ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
আগামীকাল মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজেদের পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও সাউথ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। যেখানে তাপমাত্রা বড় একটা সমস্যা হতে পারে দুই দলের জন্যই। ফলে ম্যাচে টস খুবই গুরুত্বপূর্ণ। তাই টস জেতার জন্য সমর্থকদের দোয়া করতে বলেছেন টাইগার অধিনায়ক। বলেছেন, ‘দোয়া করেন কাল টসে যেন জিতি।’
বাংলাদেশ অধিনায়কের আগে টসে জিততে চাওয়ার পেছনে অবশ্য কারণও আছে। চলতি আসরে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দারুণ করছে সাউথ আফ্রিকা। আগে ব্যাটে নেমে শ্রীলঙ্কার বিপক্ষে ৪২৮ রান করেছিল তারা। গত ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে করেছিল ৩৯৯ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষেও আগে ব্যাটিং করে তিনশতাধিক রান করেছিল তারা। তবে রান তাড়ায় ব্যর্থ হয়েছে তারা। নেদ্যারল্যান্ডসের দেয়া ২৪৫ রান তাড়ায় নেমে হেরেছে ৩৮ রানে। এমনকি রান তাড়ায় নেমে নিজেদের সবশেষ ১৫ ম্যাচের ১০টিতে হেরেছে সাউথ আফ্রিকা।
প্রোটিয়াদের বিপক্ষে অবশ্য জয়ের স্বপ্ন দেখছেন সাকিব। বলেছেন, ‘কালকের ম্যাচে যদি সবাই ভালো বোলিং-ব্যাটিং করতে পারি তাহলে আমাদের জেতার সম্ভাবনা আছে। ওয়ানডেতে যদি আমরা আমাদের সেরাটা দিতে পারি তাহলে আমরা জয়ের স্বপ্ন দেখতেই পারি।’