Homeসব খবরক্রিকেটজিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছুটি চেয়েছেন মুশফিক-তামিম

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছুটি চেয়েছেন মুশফিক-তামিম

এ মাসের শেষে দিকে জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশে ত্যাগ করবে টিম বাংলাদেশ। সিরিজে তিনটি করে টি-টোয়েন্টি ও একদিনের ম্যাচের সাথে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিসিবির কাছে ছুটি চেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। করোনায় বায়ো বাবলে অবসাদের ক্লান্তি কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, আমরা এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি তবে তাদের এমন সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই। তামিম ইকবাল ও মুশফিক টি-টোয়েস্ট সিরিজ খেলতে অনিহা প্রকাশে বিসিবির নবনিযুক্ত নির্বাচক আব্দুর রাজ্জাক বিষ্মীত! তিনি জানান, এই দুইজনই আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। এখনো তাদের পক্ষ থেকে লিখিত ভাবে বিসিবিকে কিছু জানানো হয়নি।

টি-টোয়েন্টি সিরিজে ছুটি চাইলেও ওয়ানডে সিরিজ ও একমাত্র টেস্টে খেলবেন মুশফিক ও তামিম। এদিকে গুঞ্জন আছে টেস্ট সিরিজ থেকে ছুটি নিতে পারেন সাকিব। আগামী ৭ জুলাই একমাত্র টেস্ট। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো যথাক্রমে ১৬, ১৮ ও ২০ জুলাই এবং টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ২৩, ২৫ ও ২৭ জুলাই।

Advertisement