Thursday, December 8, 2022
Homeসব খবরবিনোদনজায়েদ খানকে এফডিসিতে বোরকা পরে আসতে বললেন নিপুণ

জায়েদ খানকে এফডিসিতে বোরকা পরে আসতে বললেন নিপুণ

গত মঙ্গলবার (১ নভেম্বর) এক সাক্ষাতকারে নিপুণ আক্তার বলেন, তার (জায়েদ খান) যদি এফডিসিতে আসতে খুব লজ্জা লাগে তাহলে বলব বোরকা পরে আসুক। তিনি আমাদের জানাক, আমি শুধু অনুষ্ঠান শেষ করেই চলে যাব।

এর আগে এক সাক্ষাৎকারে জায়েদ খানের কাছে জানতে চাওয়া হয়েছিল, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পর সমিতিতে আগের মতো তাকে দেখা যায় না কেন? জবাবে গণমাধ্যমকে জায়েদ খান জানিয়েছিলেন, এফডিসিতে যেতে লজ্জা লাগে তার। কেননা, সংগঠনের সাধারণ সম্পাদকের পদের ব্যাপারে আদালত থেকে কোনো রায় আসার আগেই চেয়ারে (সাধারণ সম্পাদকের চেয়ার) বসছেন তিনি (নিপুণ)। এছাড়া সেই সময় অভিনেত্রীকে নির্লজ্জও বলেন জায়েদ খান। ‘অন্তর জ্বালা’ সিনেমার অভিনেতার মন্তব্যের জবাবেই মঙ্গলবার পাল্টা এই মন্তব্য করলেন নিপুণ। তিনি

এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ও সংগঠনের উন্নয়নের ব্যাপারে এই অভিনেত্রী বলেন, শিল্পীরা যে সুযোগ-সুবিধা পেত, চারজন স্টাফ রয়েছে। তাদের একটা বেতন রয়েছে। উন্নয়ন করতে বেশি কিছু লাগে না, মন থেকে করতে হয়।

তিনি আরও বলেন, একটা সংগঠন যদি চালাতে হয় তাহলে সেখানে কি বসতে হয়? তিনি তো চার বছর ছিলেন। তিনি জানেন কোথায় কী হচ্ছে, কী লাগবে? কেউ তো তাকে আসতে না করেনি। সে তার মতো করে আসতে পারে। তিনি দেখলাম রোজার ঈদেও আসেনি। আবার প্রতি মাসেই মৃত্যুবার্ষিকী হচ্ছে, এতে তো একজন শিল্পী হিসেবে আসতে পারেন তিনি।

নিপুণ বলেন, আমি যখন নির্বাচনে ছিলাম না, তখন তো এফডিসিতে এসেছি। করোনার সময়ও এসেছি। তখন আমাকে নিশ্চয়ই কোনো সমিতি বলেনি।

Advertisement