Homeসব খবরবিনোদনজন্মদিন উপলক্ষে হারুন স্যার আমাকে কেক উপহার দিয়েছেন :...

জন্মদিন উপলক্ষে হারুন স্যার আমাকে কেক উপহার দিয়েছেন : হিরো আলম

আজ (২২ অক্টোবর) আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের জন্মদিন। এ উপলক্ষে এদিন দুপুরে তিনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে যান। সেখানে তাকে কেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

হিরো আলম বলেন, ‘আজ আমার জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ডিবি প্রধান হারুন স্যার আমাকে ডেকেছিলেন। আমার জন্মদিন উপলক্ষে ডিবি অফিসে হারুন স্যার কেক কেটেছেন। আমাকে মিষ্টিও খাইয়েছেন।’

গত বছরের জুলাই থেকে ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে পরিচয় হিরো আলমের। যদিও এই পুলিশ কর্মকর্তার সঙ্গে হিরো আলমের প্রথম সাক্ষাৎ সুখের ছিল না।

সে সময় বিকৃতভাবে রবীন্দ্রসংগীত গাওয়ার অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে ডিবিতে অভিযোগ জানান একজন। এরপর হিরো আলমকে ডাকা হয় ডিবি কার্যালয়ে। তিনি আর বিকৃত করে কোনো গান গাইবেন না, এ মর্মে নেওয়া হয় মুচলেকা।

Advertisement