Saturday, December 10, 2022
Homeসব খবরবিনোদনছেলের বাবা হলেন গায়ক ইলিয়াস

ছেলের বাবা হলেন গায়ক ইলিয়াস

আজ বুধবার (২৬ অক্টোবর) ইলিয়াস-কারিন দম্পতির ঘর আলো করে এসেছে প্রথম সন্তান। সোশ্যাল মিডিয়ায় খবরটি জানিয়েছেন তরুণ প্রজন্মের সুপরিচিত গায়ক ইলিয়াস হোসাইন নিজেই।

ইলিয়াস লিখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ও কারিন নাজ পুত্রসন্তানের বাবা-মা হয়েছি। আমার স্ত্রী ও সন্তানের জন্য সবাই দোয়া করবেন। তার ওই পোস্টে নেটিজেনরা শুভেচ্ছা জানাচ্ছেন এবং নবজাতকের জন্য ভালোবাসা দিচ্ছেন।

ইলিয়াসের স্ত্রী কারিন দীর্ঘদিন ধরেই সুইডেনের স্টোকহোমে থাকেন। সেখানেই তাদের সন্তানের জন্ম হয়েছে। আপাতত ইলিয়াসও স্ত্রী-সন্তানের সঙ্গেই রয়েছেন।

প্রসঙ্গত, ‘না বলা কথা’, ‘আমার ভিতর’, ‘এক পলকে’, ‘নীল নয়না’, ‘সারাটি জীবন’, ‘শোন একটা কথা বলি’ গানগুলোর মাধ্যমে শ্রোতামহলে তুমুল জনপ্রিয়তা পান ইলিয়াস হোসাইন।

Advertisement