Homeসব খবরবিনোদনচারদিক থেকে সুসংবাদ আসছে : জয়া আহসান

চারদিক থেকে সুসংবাদ আসছে : জয়া আহসান

২০২২ সালের যৌথভাবে শ্রেষ্ট অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন দুই বাংলায় সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এ নিয়ে পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার উঠতে যাচ্ছে জয়ার ঘরে। কলকাতায় চলছে তার অভিনীত সিনেমা ‘দশম অবতার’। ছবির প্রচারের জন্য সেখানেই অবস্থান করছেন এই অভিনেতী। বিদেশে থাকলেও দেশে থেকে পায়েছেন সুসংবাদ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে পুরস্কার বিজয়ীদের ঘোষণা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এবার ‘বিউটি সার্কাস’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ট হয়েছেন তিনি। তার সঙ্গে যৌথভাবে পুরস্কার জিতেছেন রিকিতা নন্দিনী শিমু। তিনি ‘শিমু’ ছবির জন্য পুরস্কার পেয়েছেন। ২০২২ সালের ২৭ ক্যাটাগরিতে ৩২টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে।

তাৎক্ষণিক অনুভূতি প্রকাশ করতে গিয়ে জয়া আহসান জানান, ‘প্রত্যেকটি পুরস্কার আনন্দের, ভালো কাজের প্রাপ্তি। পুরস্কার ঘোষণার পর চারদিক থেকে সুসংবাদ আসছে। তবে আমি ‘বিউটি সার্কাস’ টিমকে ধন্যবাদ জানাই। তারা না থাকলে এটা অর্জন হয়ত সম্ভব ছিলো না।’

এবার আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হচ্ছে দুই চলচ্চিত্রজনকে; অভিনেতা খসরু এবং অভিনেত্রী রোজিনা।

অন্যান্য বিভাগের মধ্যে আরও পেয়েছেন-

শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঘরে ফেরা’

শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়’

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা নাসির উদ্দিন খান (পরাণ)

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী আফসানা মিমি (পাপ পুণ্য)

শ্রেষ্ঠ কৌতুক চরিত্রে দিপু ইমাম (অপারেশন সুন্দরবন)

শ্রেষ্ঠ শিশুশিল্পী বৃষ্টি আক্তার (রোহিঙ্গা) ও মুনতাহা এমিলিয়া (বীরত্ব)

শ্রেষ্ঠ সংগীত পরিচালক রিপন খান(পায়ের ছাপ)

শ্রেষ্ঠ সুরকার শওকত আলী ইমন (পায়ের ছাপ)

শ্রেষ্ঠ গীতিকার রবিউল ইসলাম জীবন(পরাণ)

শ্রেষ্ঠ গায়ক যৌথভাবে বাপ্পা মজুমদার ও চন্দন সিনহা

শ্রেষ্ঠ গায়িকা আতিয়া আনিশা (পায়ের ছাপ)

শ্রেষ্ঠ কাহিনীকার ফরিদুর রেজা সাগর ও খোরশেদ আলন খসরু

শ্রেষ্ঠ চিত্রনাট্যকার মুহাম্মদ আবদুল কাইউম

শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা এস এ হক অলিক

Advertisement