Homeসব খবরবিনোদনগণভবনে চঞ্চলের গান, জায়েদ খানের ‘জয় বাংলা’ স্লোগান

গণভবনে চঞ্চলের গান, জায়েদ খানের ‘জয় বাংলা’ স্লোগান

শুক্রবার (১৩ অক্টোবর) রাতে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গণভবনে এক নৈশভোজে অংশ নেন ‘মুজিব-একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীরা। এসময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা সবার সঙ্গে কুশল বিনিময় করেন।

এদিন গণভবনে হাজির হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে ‘হাওয়া’ সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি গেয়ে শোনান অভিনেতা চঞ্চল চৌধুরী। চঞ্চলের কণ্ঠে গানটি শেষ হওয়ার পরে ‘জয় বাংলা’ বলে স্লোগান দেন চিত্রনায়ক জায়েদ খান। বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেতা নিজেই।

জায়েদ বলেন, গণভবনে প্রধানমন্ত্রী আমাদেরকে যথেষ্ট সময় দিয়েছেন। অনেকেই আমাকে ‘টিক্কা খান’ বলে ডেকে হেসেছেন। এসময় চঞ্চল ভাই প্রধানমন্ত্রী ও রেহানা আপাকে ‘সাদা সাদা কালা কালা’ গানটি গেয়ে শুনিয়েছেন। তার গান শেষ হতেই আমি ‘জয় বাংলা’ স্লোগান তুলেছিলাম।-ঢাকা পোস্ট

Advertisement