Homeসব খবরজেলার খবরকেজিতে ৬ টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দাম!

কেজিতে ৬ টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দাম!

দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ কেজিতে ৬ টাকা কমে বিক্রি করা হচ্ছে। স্বস্তি ফিরবে খুচরা বাজারে। আমদানিকৃত পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৬ টাকা। গত সপ্তাহে ইন্দ্র জাতের পেঁয়াজ প্রতি কেজি ৩০-৩২ টাকায় বিক্রি হলেও এসপ্তাহে তা কমে ২৪-২৫ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। আর নাসিকা জাতের পেঁয়াজ ৩৬ টাকা বিক্রি করা হলেও তা এখন ২৯-৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

দেখা যায়, সারিবদ্ধভাবে পেঁয়াজ বোঝাই ট্রাক দাড়িয়ে আছে। আর ট্রাকের পাশে দাঁড়িয়ে পাইকাররা পেঁয়াজের দামদর করছেন। বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার সেলিম বলেন, আমি প্রতিদিন ৪-৫ গাড়ি পেঁয়াজ কিনে ঢাকাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করি। গত কয়েক সপ্তাহ যাবত পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী থাকলেও এখন কিছুটা কমতে শুরু করেছে।

ব্যবসায়ীরা জানান, আমদানির অনুমতি পাওয়ার পর গত ৬ জুলাই থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়। এলসি জটিলতার কারণে আমদানি করতে সমস্যা হলেও বর্তমানে ব্যাংক গুলো শর্তসাপেক্ষে এলসি দেয়াতেই পেঁয়াজের আমদানি বেড়েছে যার প্রভাব পড়েছে দামে।

হিলি কাস্টমসের তথ্যমতে, গেল সপ্তাহে ৫৪ ভারতীয় ট্রাকে দেড় হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি হলেও চলতি সপ্তাহের প্রথম দিন শনিবার আমদানি হয়েছে ভারতীয় ২৩ ট্রাকে ৬৪৩ মেট্রিক টন।

Advertisement