Wednesday, September 28, 2022
Homeসব খবরজেলার খবরকুয়াকাটায় ধরা পড়লো ২শ’ কেজি ওজনের মাছ

কুয়াকাটায় ধরা পড়লো ২শ’ কেজি ওজনের মাছ

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মাছটি মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়। উপকূলে এসব মাছের তেমন চাহিদা না থাকায় জামাল নামের এক ব্যবসায়ী ১৫ হাজার টাকায় কিনে নেন। তিনি এটিকে বিক্রিয় জন্য ঢাকায় পাঠাবেন বলে জানিয়েছেন।

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে হারুন মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে ২শ’ কেজি ওজনের একটি ব্ল্যাক মার্লিন মাছ। রবিবার রাতে বঙ্গোপসাগরের ৮ বাম এলাকায় মাছটি ধরা পড়ে।
মাছটির দৈর্ঘ্য ১১ ফুট ও প্রস্থ ২ ফুট।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ব্ল্যাক মার্লিন মূলত ভারত ও প্রশান্ত মহাসগরে বেশি দেখা যায়। এ মাছ ঘন্টায় ১৩২ কিলোমিটার বেগে দৌঁড়ায়। এর আগে সকালে আনোয়ার হোসেন মাঝি নামের এক জেলে ৫০ কেজি ওজনের একটি পাখি মাছ আলীপুর মৎস্য বন্দরে নিয়ে আসে।

Advertisement